বিজেপি টাকা দিলে ছবি তুলে রাখুন: মমতা

টাকা বিলোনোর শুধু একটা অভিযোগ করেই থেমে যাননি তৃণমূল নেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুনিয়াদপুর শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ০১:৪৪
Share:

—ফাইল চিত্র।

অভিযোগ উঠেছিল, বিজেপি বাংলাদেশ সীমান্ত এলাকা হিলি ব্লকে টাকা বিলি করছে। তা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানায় তৃণমূল। জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভও দেখিয়েছিল তারা। সেই খবর যে তাঁর কাছে রয়েছে, মঙ্গলবার বুনিয়াদপুরে এসে তা-ই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমি সব জানি। মানুষের গণতান্ত্রিক অধিকার টাকা দিয়ে কিনতে চাইছে বিজেপি।’’ সেই সঙ্গে জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি যদি সীমান্তে টাকা বিলোয়, সেই ছবি, ভিডিয়ো মোবাইলে তুলে রাখুন। আমাদের কাছে পাঠান। তার পরে দেখছি।’’

Advertisement

বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, ‘‘টাকা দিয়ে ভোট কেনার মতো নোংরা রাজনীতি বিজেপি করে না।’’ তবে যে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে, তাকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তিনি। বাপি বলেন, ‘‘আমাদের সভা, মিছিলে এসে কর্মীদের কিছু মোটরবাইক ক্ষতিগ্রস্ত হয়েছিল। চেকের মাধ্যমে সেই টাকা আমাদের ক্ষতিগ্রস্ত কর্মীদের দিয়েছি।’’

টাকা বিলোনোর শুধু একটা অভিযোগ করেই থেমে যাননি তৃণমূল নেত্রী। সম্প্রতি প্রধানমন্ত্রীর হেলকপ্টার থেকে বাক্স নামিয়ে একটি গাড়িতে তুলে দেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই প্রসঙ্গ তুলে এ দিন তিনি ‘‘নির্বাচনের সময়ে কত বাক্স আসছে। বাপরে বাপ! লাল বাক্স, নীল বাক্স, সাদা বাক্স, কালো বাক্স। কত যে বাক্স।’’ তার পরেই তিনি বলেন, ‘‘জনগণের টাকা। আমরা মনে করি, নির্বাচনের সময়ে টাকা দিয়ে ভোট করা যায় না। মানুষের অধিকার টাকা দিয়ে কেনা যায় না।’’ তৃণমূলের দাবি, বিজেপি যে সব ক্ষেত্রেই টাকা ছড়িয়ে ভোট করছে, হিলির প্রসঙ্গের পাশাপাশি বাক্স রহস্যের কথা বলে সেটাই বোঝাতে চেয়েছেন নেত্রী।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন