দেশ কি বিপথগামী? প্রশ্ন অর্থনীতিবিদদের

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন দিল্লিতে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৩:৪৬
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের প্রতিশ্রুতির সমালোচনায় সরব হলেন এক দল অর্থনীতিবিদ। সরকার দেশকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিপথগামী করেছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। গত পাঁচ বছরে নরেন্দ্র মোদী কতগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ক’টি পূরণ করতে পেরেছেন, তার খতিয়ান নিয়ে কলকাতায় একটি বইও প্রকাশিত হয় শনিবার। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন দিল্লিতে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেছিলেন।

Advertisement

বইটির অন্যতম লেখক দীপা সিংহের মতে, মোদী সরকারের কাজকর্ম ও তাদের স্লোগানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তিনি এ-ও বলেন, বইটি লেখার ক্ষেত্রে সরকারের কাছ থেকে পর্যাপ্ত তথ্য মেলেনি। ন্যাশনাল স্যাম্পল সার্ভের তথ্যও মোদী সরকার প্রকাশ করেনি। অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মইদুল ইসলাম বিঁধেছেন বিরোধীদেরও। বলেন, ‘‘বিরোধীরা সরকারের বিরুদ্ধে জোরালো প্রশ্ন তুলতে ব্যর্থ হয়েছে।’’ অর্থনীতিবিদ শুভনীল চৌধুরীর দাবি, কর্মসংস্থান নিয়েও সরকারি তথ্য বিস্তর গোলমাল রয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক কাঠামো নষ্টের অভিযোগ করেন অর্থনীতিবিদ অচিন চক্রবর্তী। তাঁর মতে, প্রকৃত তথ্য প্রকাশ সরকারের দায়িত্ব। সেই দায়িত্বও মোদী সরকার সযত্নে এড়িয়ে গিয়েছেন বলে তাঁর অভিযোগ।

আজ আইআইএম আমদাবাদের সমাবর্তনের ফাঁকে অর্থনীতিবিদ কৌশিক বসু বলেন, ‘‘ভারতের যে (পরিসংখ্যানের ক্ষেত্রে) সুনাম রয়েছে, তা নষ্ট হোক, আমরা চাই না। চাকরি সংক্রান্ত তথ্য যদি অস্বস্তিকর হয়, সে ক্ষেত্রেও তা প্রকাশ করতে হবে।’’ কৌশিকবাবুর মতে, এর ফলেই প্রয়োজনীয় পদক্ষেপ করা সম্ভব হবে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement