West Bengal News

কংগ্রেসের সঙ্গে সমঝোতার রাস্তা খোলা রেখেই ২৫ আসনে প্রার্থীতালিকা ঘোষণা বামেদের

বিমানবাবুর বক্তব্য, তৃণমূল-ও বিজেপি বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, সেটা রুখতেই ওই আসন সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে দুই দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৯ ১৯:১৪
Share:

২৫টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা বামেদের।

আগের বারের জেতা দুই আসন রায়গঞ্জ ও মুর্শিদাবাদে জয়ী দুই প্রার্থীর নাম আগেই ঘোষণা করেছিল বামফ্রন্ট। শুক্রবার তার সঙ্গেই আরও ২৩টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথ খোলা রেখেই সব মিলিয়ে ২৫টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করল বামেরা। তবে এখানেই শেষ নয়, আরও কিছু আসনে প্রার্থী দিতে পারে বামেরা, এমনটাই জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান।

Advertisement

বেশ কয়েক দিন ধরেই টানাপড়েন চলছে। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের আলোচনা চলছে আসন সমঝোতা নিয়ে। প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু যে বিবৃতি দিয়েছেন, তাতেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিমানবাবুর বক্তব্য, তৃণমূল-ও বিজেপি বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, সেটা রুখতেই ওই আসন সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে দুই দল।

গত বার রাজ্যের ৪২টি আসনের মধ্যে রায়গঞ্জ কেন্দ্রে জিতেছিলেন বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম এবং মুর্শিদাবাদ কেন্দ্রে বদরুদ্দোজা খান। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই এ বারের নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করে বামফ্রন্ট ও কংগ্রেস। পাশাপাশি ফ্রন্ট নেতারাও একাধিক বৈঠক করেন। এমনকি, ১৩ তারিখ প্রার্থীতালিকা ঘোষণা করা হবে জানানোর পরও কংগ্রেসের সঙ্গে চূড়ান্ত রফা না হওয়ায় ওই দিন ঘোষণা হয়নি বামেদের প্রার্থীতালিকা। শেষ পর্যন্ত সেই রফা কিছুটা চূড়ান্ত হওয়ার পরই শুক্রবার তালিকা ঘোষণা করল বামেরা।

Advertisement

কে কী রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছিলেন? দেখে নিন আপনি কতটা মনে করতে পারেন।

আরও পডু়ন: সারা বছরে মাত্র ৩৫ খুন, আর কয়েক মিনিটেই ৪৯ জনকে হত্যা! বাকরুদ্ধ নিউজিল্যান্ড

আরও পড়ুন: ভোটে কালো টাকা রুখতে আয়করে ‘স্পেশ্যাল ৪২’, কলকাতায় বাজেয়াপ্ত ৩ কোটি

বামেদের তরফে দাবি করা হয়েছে, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই তালিকা প্রকাশ করা হয়েছে। পুরুলিয়া এবং বসিরহাট আসন দু’টি নিয়ে বাম-কংগ্রেসের মধ্যে দর কষাকষি চলছিল। এই দু’টি আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। পুরুলিয়ায় প্রার্থী হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের বীর সিংহ মাহাত এবং বসিরহাটে বামেদের ঘোষিত প্রার্থী সিপিআই-এর পল্লব সেনগুপ্ত।

তবে বিবৃতিতে ফ্রন্টের বক্তব্য, পুরুলিয়া এবং বসিরহাট তো বটেই, কংগ্রেস চাইলে বামেদের ঘোষিত অন্য আসনেও প্রার্থী দিতে পারে। সে ক্ষেত্রে কয়েকটি আসনে বাম-কংগ্রেস বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সম্ভাবনাও রয়েছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

বামেদের প্রার্থী তালিকা

কোচবিহার: গোবিন্দ রায় (ফব)

আলিপুরদুয়ার: মিলি ওরাওঁ (আরএসপি)

জলপাইগুড়ি: ভগীরথ রায় (সিপিএম)

রায়গঞ্জ: মহম্মদ সেলিম (সিপিএম)

বালুরঘাট: রণেন বর্মন (আরএসপি)

মুর্শিদাবাদ: বদরুদ্দোজা খান (সিপিএম)

রানাঘাট: রমা বিশ্বাস (সিপিএম)

রনগাঁ: অলোকেশ দাস (সিপিএম)

দমদম: নেপালদেব ভট্টাচার্য (সিপিএম)

বারাসত: হরিপদ বিশ্বাস (ফব)

বসিরহাট: পল্লব সেনগুপ্ত (সিপিআই)

জয়নগর: সুভাষ নস্কর (আরএসপি)

ডায়মন্ড হারবার: ফুয়াদ হালিম (সিপিএম)

যাদবপুর: বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিএম)

কলকাতা দক্ষিণ: নন্দিনী মুখোপাধ্যায় (সিপিএম)

উলুবেড়িয়া: মাকসুদা খাতুন (সিপিএম)

হুগলি: প্রদীপ সাহা (সিপিএম)

আরামবাগ: শক্তিমোহন মালিক (সিপিএম)

ঘাটাল: তপন গঙ্গোপাধ্যায় (সিপিআই)

পুরুলিয়া: বীর সিংহ মাহাত (ফব)

বিষ্ণুপুর: সুনীল খাঁ (সিপিএম)

বর্ধমান পূর্ব: ঈশ্বরচন্দ্র দাস (সিপিএম)

বর্ধমান দুর্গাপুর: আভাস রায়চৌধুরী (সিপিএম)

বীরভূম: রেজাউল করিম (বামফ্রন্ট সমর্থিত নির্দল)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন