Lok Sabha Election 2019

নালিশের মালা, নালিশ মালারও

রবিবার সকাল থেকে তীব্র গরম উপেক্ষা করে বহু মানুষ ভোটের লাইনে দাঁড়ালেও একাধিক বুথে বাধা হয়ে দাঁড়ায় বিকল ইভিএম। বিভ্রাটের ফলে বেশ কিছু জায়গায় সময়ে ভোট শুরু করা যায়নি বলেও অভিযোগ।

Advertisement

ফিরোজ ইসলাম

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৯ ০২:৫০
Share:

অভিযোগ: ইভিএম বা বৈদ্যুতিন যন্ত্র বিগড়ে যাওয়ায় যথাসময়ে ভোট শুরু হয়নি। অভিযোগ: বিরোধী পক্ষের এজেন্টদের বসতেই দেওয়া হচ্ছে না। অভিযোগ: আধাসেনা বুথে ঢুকতে দেয়নি শাসক দলের প্রার্থীকেই।

Advertisement

এমনতর অনেক অভিযোগ উঠলেও বড় কোনও গোলমাল ছাড়াই রবিবার মোটের উপরে শান্তিতেই মিটে গিয়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভোট।

রবিবার সকাল থেকে তীব্র গরম উপেক্ষা করে বহু মানুষ ভোটের লাইনে দাঁড়ালেও একাধিক বুথে বাধা হয়ে দাঁড়ায় বিকল ইভিএম। বিভ্রাটের ফলে বেশ কিছু জায়গায় সময়ে ভোট শুরু করা যায়নি বলেও অভিযোগ।

Advertisement

সরাসরি বুথ দখল বা ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ না-উঠলেও শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের এজেন্ট বসতে না-দেওয়ার অভিযোগ করেছে সিপিএম, বিজেপি, কংগ্রেস। তিলজলার বিভিন্ন বুথে এই ঘটনা ঘটে বলে ওই তিন দলের অভিযোগ। যদিও তৃণমূল প্রার্থী মালা রায় ওই অভিযোগ অস্বীকার করেছেন।

সিপিএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় জোর করে এজেন্ট তুলে দেওয়া ছাড়াও ভয় দেখানোর অভিযোগ জানান। বেহালার জোকা সংলগ্ন ঢালিপাড়া এবং বালিগঞ্জের মডার্ন হাইস্কুলে তৃণমূল-সমর্থকেরা তাঁকে ঘিরে ধরে হমকি দেয় বলে অভিযোগ করেন। বিকেলে বেহালার এসএস পাবলিক স্কুলে তাঁর সঙ্গী এক ছাত্রকে তৃণমূল-সমর্থকেরা রাস্তায় ফেলে মারধর করে বলেও অভিযোগ নন্দিনীর। তিনি বলেন, ‘‘শাসক দল ভয়ের আবহে নির্বাচন করতে চেয়েছে। তবে মানুষ ভয় কাটিয়ে ভোট দেওয়ার চেষ্টা করেছেন।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসু সকালে সাউথ সিটি কলেজে ভোট দিয়ে নির্বাচন দেখতে বেরিয়ে পড়েন। বেহালা, তিলজলা, কসবা, বন্দর, ভবানীপুর-সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তিলজলায় বিজেপির পোলিং এজেন্টকে জোর করে বার দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, ‘‘রাজনীতির মাঠে তৃণমূল হেরে গিয়েই ভয় দেখাচ্ছে। তবে মানুষ তার ঠিকই জবাব দেবেন।’’

কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তীর বলেন, ‘‘বড় কিছু ঘটেনি ঠিকই। কিন্তু এই নির্বাচনকে অবাধ বলতে পারছি না। অনেক কেন্দ্রে আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি।’’

তৃণমূল প্রার্থী মালা সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সকালে মুদিয়ালির দেশপ্রাণ বীরেন্দ্র বয়েজ ইনস্টিটিউটে কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। তিনি যে ওই কেন্দ্রের প্রার্থী, তা জানানোর পরেও বাহিনী তাঁর কথা মানতে চায়নি। মালা বলেন, ‘‘বহু জায়গায় কেন্দ্রীয় বাহিনী মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন