‘সহারা নথি লুকিয়েছেন প্রধানমন্ত্রী’, আক্রমণে মমতা

Advertisement

সীমান্ত মৈত্র ও নির্মল বসু

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০২:১৩
Share:

স্বরূপনগরে মমতা। সোমবার। ছবি: নির্মল বসু

দুর্নীতির অভিযোগে আগেও পরস্পরকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার তাতে নতুন মাত্রা যোগ করে সহারা কেলেঙ্কারির সঙ্গে মোদীর নাম জড়িয়ে দিলেন মমতা। তাঁর অভিযোগ, মোদী সংশ্লিষ্ট নথি ‘লুকিয়েছেন’।

Advertisement

সারদা, রোজভ্যালি-সহ বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে তৃণমূলের বিভিন্ন নেতার নাম জড়িয়ে আছে। হচ্ছে সিবিআই তদন্ত। রাজ্যে ভোট প্রচারে এসে বারবার এ নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন মোদী। স্বয়ং মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন তিনি। অন্য দিকে ‘রাজনৈতিক প্রতিহিংসায়’ তৃণমূলকে ফাঁসানো হচ্ছে বলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ করেন মমতা। এ বার খোদ মোদীর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনে মমতা দুর্নীতি নিয়ে প্রচারে গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করলেন।

এ দিন উত্তর ২৪ পরগনার বাগদার সভায় মোদীর নাম করে মমতা বলেন, ‘‘সহারা কোম্পানির নাম শুনেছেন তো। নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন, সহারা কোম্পানির কথা। সহারাকে বেসাহারা তো আপনারাই করেছেন। আপনার নামেও তো কাগজ ছিল। সে কাগজ কোথায় লুকিয়েছেন, জবাব দিন।’’ মোদীকে চ্যালেঞ্জ করেই মমতা বলেন, ‘‘এটা ২০১৬ সালের মামলা। পাঁচ বছরে তো কিছু প্রমাণ করতে পারেননি। আপনার বিরুদ্ধে মানহানির মামলা হওয়া উচিত।’’ এ সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘যত হারের দিকে এগোচ্ছেন, উনি ততই ভুলভাল বলছেন।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মোদী অবশ্য এ দিনও শ্রীরামপুরের চণ্ডীতলার সভায় বলেন, ‘‘গরিব মানুষ তাঁদের অর্থ নিয়ে দুর্নীতির জবাব দেবেন বোতাম (ইভিএমের) টিপে।’’ বাগদার সভায় মমতা পাল্টা বলেন, ‘‘চিটফান্ড চিটিংবাজরা করে। আমাদের পার্টিতে চিটিংবাজ নেই। তৃণমূলের কেউ ও সব ছোঁয় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement