West Bengal News

বাংলায় বাম-কংগ্রেস-বিজেপি এক হয়েছে মোদীকে প্রধানমন্ত্রী বানাতে: মমতা

জামালপুরের সভা থেকে মমতার হুঁশিয়ারি, ‘‘এ রাজ্যে কিছুতেই নাগরিকপঞ্জি চালু করতে দেব না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ১৫:১৭
Share:

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

ভোট প্রচারে আজ পূর্ব বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মোট তিনটি সভা তৃণমূল নেত্রীর। প্রথম সভা করেন জামালপুরে। এর পর বর্ধমান শহর লাগোয়া দেওয়ানদিঘিতে নির্বাচনী জনসভা করেন। এর পর রায়নার সভায় যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আগের দুই সভায় বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জামালপুরের সভায় তৃণমূল নেত্রী বলেন, ‘‘গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী মোদী শুধু বিদেশে ঘুরে বেড়িয়েছেন। দেশের জন্য কিছুই করেননি। উল্টে নোটবন্দি-জিএসটি-তে সাধারণ মানুষের সর্বনাশ করেছেন।’’

বিজেপি সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে ভোট প্রচারে এসে বার বার বলছেন, এ রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জী চালু করবেন। কিন্তু জামালপুরের সভা থেকে মমতার হুঁশিয়ারি, ‘‘এ রাজ্যে কিছুতেই নাগরিকপঞ্জি চালু করতে দেব না।’’ বিজেপির মেরুকরণের রাজনীতির বিরুদ্ধেও এ দিন পাল্টা আক্রমণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement

আগামী ২৯ এপ্রিল চতুর্থ দফায় রাজ্যের মোট ৮টি আসনে ভোট। এই দফাতেই বর্ধমান পূর্ব কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোট নেওয়া হবে বহরমপুর, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, বীরভূম, বোলপুর, কৃষ্ণনগর এবং রানাঘাট আসনেও।

রায়নায় মমতা

• আগামী দিনে ইউনাইটেড ইন্ডিয়া ফ্রন্টই সরকার গঠন করবে

• মোদী সরকারকে তাড়াতে হবে, বাংলাই পারবে, বাংলাই পারে জবাব দিতে

• আমি বলছি, পাবে না, পাবে না

• বলে বেড়াচ্ছেন, আর এক বার দিল্লি দাও মা, দিল্লি দাও মা

• উনি চৌকিদার-চৌকিদার করে বেড়াচ্ছেন

• আমি বড়দিনে যাই, আমাদের এখানে বড়দিনের সবচেয়ে বড় উৎসব হয়

• বাংলা নেবে? আমি বলি আগে দিল্লি সামলা, তারপর বাংলা

• প্রতিদিন অস্ত্র নিয়ে মিছিল করছে, আর বলছে, বাংলা নেব, অত সস্তা

• হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছে

• এদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দিতে হবে

• তা হলে? শুধু মিথ্যে কথা বলে বেড়াচ্ছে

• বলে বেড়াচ্ছে এখানে নাকি দুর্গাপুজো হয় না, আপনারা বলুন, এখানে দুর্গাপুজো, ইদ, বড়দিন হয় কিনা

• বলেছিল ১৫ লক্ষ টাকা দেব, টাকা পেয়েছেন আপনারা

• তুই পাঁচ বছরে কী করেছিস, আগে তার জবাব দে

• আমি কি করেছি তার হিসেব দেব কেন? আমি মানুষের কাছে হিসেব দেব

• আমি নিজে হিন্দু ধর্মের মেয়ে

• তুমি রামকৃষ্ণ মান না, বিবেকানন্দ মান না, তুমি কেমন হিন্দু

• কোথা থেকে ধর্ম আমদানি করল, আর এসে বলছে আমাকে ভোট দাও

• আমি হিন্দু ধর্মের সবাইকে ভালবাসি

• আর আমরা মানুষকে নিয়ে এক হয়েছি, মোদীকে সরকার থেকে তাড়াতে

• বাংলায় বিজেপি, সিপিএম, কংগ্রেস এক হয়েছে, মোদীকে প্রধানমন্ত্রী বানাতে

• আমি দুঃখের সঙ্গে বলছি, এখনও যাঁরা বামপন্থী আছেন, তাঁরা বিজেপির কাছে নিজেদের বিক্রি করবেন না

• কিন্তু আজকের নির্বাচন বাংলার নয়, দিল্লির নির্বাচন

• ভিন রাজ্যে গিয়ে কাজ হারানোদের আমরা ৫০ হাজার টাকা করে সাহায্য করেছি

• এমনকী সমব্যথী স্কিমে মানুষ মারা যাওয়ার পরও সৎকারের জন্য আর্থিক সাহায্য দিই আমরা

• আমরা নেপালি, অলচিকি, হিন্দু, গুরুমুখী ভাষাকে গুরুত্ব দিয়েছি

• লোকশিল্পীদের আমরা মাসে এক হাজার টাকা সাহায্য করি, এছাড়া সরকারি বিজ্ঞাপনে কাজ করেও তাঁরা রোজগার করতে পারেন

• এই কার্ড মহিলাদের নামে দেওয়া হয়, বেসরকারি হাসপাতালেও ৫ লাখ টাকার স্বাস্থ্যবিমা পাওয়া যাবে এই কার্ডে

• সাড়ে সাত কোটি মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পে স্মার্ট কার্ড দেওয়া হবে

• সবাইকেই সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়

• বিদেশি পড়তে গেলে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সাহায্য করা হয়

• শিক্ষাশ্রী প্রকল্পে পঞ্চম শ্রেণি থেকে বৃত্তি দেওয়া হয় ছাত্রদের

• কন্যাশ্রীতে এখন কোনও সিলিং নেই, সবাই টাকা পায়

• খাদ্যসাথী প্রকল্পে ২ টাকা কিলো দরে চাল দিই আমরা ৮ কোটি লোককে

• আমরা পুরুলিয়াতেও করেছি, বর্ধমানেও করছি

• মন্তেশ্বর, কালনা, কাটোয়া, মেমারি ১ ও ২ ব্লকে প্রচুর কাজ করেছি আমরা

• কালনা থেকে শান্তিপুর পর্যন্ত ব্রিজ করা হয়েছে

• বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলা এই স্কিমে উপকৃত হবে

• এই স্কিম হয়ে গেলে বন্যা, খরা, সেচের সমস্যা থাকবে না

• তার জন্য আমরা নিম্ন দামোদর অববাহিকা স্কিম নিয়েছি

• এই সব এলাকায় চাষে বন্যা, খরায় প্রচুর ক্ষতি হয়

• কৃষক বন্ধু স্কিমে সাহায্য করা হচ্ছে

• কৃষি জমিতে মিউটেশন ফিস দিতে হবে না, সেটা মকুব করে দেওয়া হয়েছে

• কিন্তু আমাদের বাংলায় কৃষকদের আয় তিন গুণ হয়েছে

• নানা রকম চাষের কাজ করেন চাষিরা

• আমাদের কৃষক বা শ্রমিক যখন কাজ করে, তাঁরা মনেপ্রাণে কাজ করেন

• আগের বারও আমরা ক্ষতিপূরণ দিয়েছি, এ বারও দেব, যথা সময়ে ক্ষতিপূরণ পাবেন, চিন্তা করবেন না

• এ বছর ঝড়বৃষ্টি একটু বেশি হচ্ছে

• কিন্তু তার পরিবার যাতে না খেতে পেয়ে মারা না যায়, তার জন্য আমরা সাহায্য করি

• কেউ মারা গেলে আমরা তা পূরণ করতে পারি না

• ঝড়বৃষ্টিতে অনেক কৃষকের ক্ষতি হয়েছে, ফসল-ঘরবাড়ির ক্ষতি হয়েছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন