দাড়িভিট দিয়েই প্রচার সেলিমের

বালুরঘাটে গত চারবারের বাম সাংসদ, আরএসপির রণেন বর্মণকে প্রার্থী করা হয়েছে। গত সপ্তাহেই বালুরঘাট আসনে আরএসপির রণেনকে বাম প্রার্থী করার চূড়ান্ত সিদ্ধান্ত দলের তরফে নেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট ও ইসলামপুর শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ০৮:০৮
Share:

মহম্মদ সেলিম। সিপিএম প্রার্থী।

আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে টানাপড়েনের মধ্যেই শুক্রবার নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। আর ঘোষণা হতেই আর কালবিলম্ব করলেন না রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। এ দিন ইসলামপুরে গিয়ে দাড়িভিট-কাণ্ড নিয়ে বিজেপি-তৃণমূলকে বিঁধলেন তিনি। এ বাবেই ভোট প্রচারে শান দিলেন তিনি।

Advertisement

বালুরঘাটে গত চারবারের বাম সাংসদ, আরএসপির রণেন বর্মণকে প্রার্থী করা হয়েছে। গত সপ্তাহেই বালুরঘাট আসনে আরএসপির রণেনকে বাম প্রার্থী করার চূড়ান্ত সিদ্ধান্ত দলের তরফে নেওয়া হয়। এ দিন আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী বলেন, ‘‘রাজ্য স্তরে কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় বালুরঘাট আসনে দলীয় প্রার্থী রণেনের নাম ঘোষণা করা যায়নি। এ দিন আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। শনিবার থেকে জেলায় প্রচার শুরু হবে।’’

এদিকে, এ দিন ইসলামপুরের একাধিক জায়গায় গিয়ে নিজেই দেওয়াল লিখে প্রচার শুরু করেন। এ দিন ইসলামপুরে এক সাংবাদিক বৈঠকে দাড়িভিট নিয়ে তিনি দাবি করেন, ‘‘এখনও রাজেশ-তাপস বিচার পেলেন না। গুলির কিনারা হল না।’’ বিজেপি এবং তৃণমূল মিলিত ভাবে দাড়িভিট নিয়ে রাজনীতি করছে বলে তাঁর অভিযোগ। ওদিকে, কংগ্রেস প্রার্থীর নামেও দেওয়াল লিখন শুরু হওয়া নিয়ে সেলিমের বক্তব্য, ‘‘এখনও আলোচনা চলছে। আমি বামফ্রন্টের প্রার্থী। আমার নাম ঘোষণা হয়েছে। তাই আমি প্রচারে নেমেছি।’’ বিজেপি নিজেদের প্রার্থী না পেয়ে অন্য দলের লোক খুঁজে বেড়াচ্ছে বলেও সেলিম কটাক্ষ করেন। পাশাপাশি, গত পাঁচ বছরের তাঁর সাংসদ তহবিল থেকে প্রচুর কাজ হয়েছে বলে দাবি করে ফিরিস্তি দেন সেলিম।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিজেপির জেলা সম্পাদক সুরজিৎ সেনের পাল্টা দাবি, সিপিএম নিজেই দাড়িভিট নিয়ে রাজনীতি করছে। তিনি বলেন, ‘‘দাড়িভিট নিয়ে আমরা শুরু থেকে নিহতদের পরিবারের পাশে রয়েছি।’’ তৃণমূল রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আখতারের অভিযোগ, সিপিএম এবং বিজেপি মিলিত ভাবে দাড়িভিট নিয়ে রাজনীতি করছে। রায়গঞ্জ লোকসভায় সিপিএম এবং বিজেপি কোনও লাভ করতে পারবে না।

এ দিন বামফ্রন্টের পক্ষ থেকে উত্তরবঙ্গের দর্জিলিং এবং মালদহের দু’টি মোট তিনটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। বাকি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে রায়গঞ্জ আসনে নাম ঘোষণার পরেই সেলিমের প্রচারে ঝাঁপানো নিয়ে শাসক এবং বিরোধী বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। সেই জায়গায় বালুরঘাট আসনে তপনের বাসিন্দা, আরএসপির চারবারের (১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ ও ২০০৪) সাংসদ রণেনকে প্রার্থী করে সব জল্পনায় অবসান ঘটিয়েছে। তাঁকে প্রার্থী করার পিছনে তফসিলি জাতির ভোটের অঙ্ক কাজ করছে বলে দলীয় সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন