West Bengal News

গরম-রমজান নিয়ে সরব তৃণমূল, আইনশৃঙ্খলা নেই বলেই রাজ্যে সাত দফা, তোপ বিজেপির 

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘‘বাংলায় যত দফাতেই ভোট হোক, তাতে কিছু আসে-যায় না। তবে প্রচণ্ড গরমে ভোট দিতে অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ। পাশাপাশি, রমজান মাসে ভোট হওয়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরও কষ্ট হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ২০:৩২
Share:

রাহুল সিনহা, ফিরহাদ হাকিমের মধ্যে রাজনৈতিক তরজা। —ফাইল ছবি

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও তীব্র গরম এবং রমজান মাসে ভোটগ্রহণ নিয়ে সরব হয়েছে। অন্য দিকে বিজেপির বক্তব্য, সাত দফায় ভোটগ্রহণের সিদ্ধান্তেই পরিষ্কার, এ রাজ্যের পুলিশ প্রশাসনের উপর আস্থা নেই কমিশনের। বামেদের দাবি, মানুষ অবাধ ও নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কি না, সেটাই আসল কথা।

Advertisement

আজ রবিবার দিল্লিতে চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন। রাজ্যের ৪২টি আসনে সাত দফায় ভোটগ্রহণ করা হবে বলে জানায় নির্বাচন কমিশন। সর্বাধিক সাত দফায় ভোটগ্রহণ হবে তিন রাজ্যে, বিহার, উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে এ রাজ্য, পশ্চিমবঙ্গে।

এই ঘোষণার পরই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘‘বাংলায় যত দফাতেই ভোট হোক, তাতে কিছু আসে-যায় না। তবে প্রচণ্ড গরমে ভোট দিতে অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ। পাশাপাশি, রমজান মাসে ভোট হওয়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরও কষ্ট হবে।’’

Advertisement

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ৭ দফায় নির্বাচন, দেখে নিন কবে-কোথায় ভোট

আরও পড়ুন: লোকসভা নির্বাচনে ১১ এপ্রিল থেকে সাত দফায় ভোটগ্রহণ, ফল ঘোষণা ২৩ মে

বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিংহ। তিনি বলেন, ‘‘রাজ্যে বিগত পঞ্চায়েত ভোট কী ভাবে হয়েছিল, তা সাধারণ মানুষ জানেন। রাজ্যের বিরোধী প্রায় সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনে সেই সব তথ্য পরিসংখ্যান দিয়ে অভিযোগ জানিয়েছিল কমিশনে। বিরোধীদের সেই দাবি মেনেই সাত দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’’ রাহুলের মন্তব্য, ‘‘কমিশনের এই সিদ্ধান্তেই পরিষ্কার, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কী অবস্থা। এ রাজ্যের পুলিশ-প্রশাসনের উপর যে কমিশনের আস্থা নেই, এই ঘোষণায় সেটাই স্পষ্ট হল।’’

ফিরহাদের মন্তব্যের পাল্টা রাহুলের প্রশ্ন, ‘‘মুসলিম সম্প্রদায়ের মানুষ রমজান মাসে স্কুল, কলেজ করতে পারেন, ব্যবসা করতে পারেন, আর ভোট দিতে পারবেন না? আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভাবাবেগকে উস্কে দিতে চাইছে তৃণমূল।’’

বামেদের আবার দাবি, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। এ বার রাস্তায় রাস্তায় তৃণমূলের যে সব ছবি রয়েছে, সেগুলি অবিলম্বে খুলে ফেলতে হবে।’’ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মন্তব্য, কত দফায় ভোটগ্রহণ, সেটা আসল নয়। নির্বিঘ্নে এবং অবাধে ভোটগ্রহণ হচ্ছে কি না, সেটাই বড় কথা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement