Advertisement
২০ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

লোকসভা নির্বাচনে ১১ এপ্রিল থেকে সাত দফায় ভোটগ্রহণ, ফল ঘোষণা ২৩ মে

এই নির্ঘণ্ট ঘোষণার সঙ্গেই সারা দেশে চালু হয়ে যাচ্ছে নির্বাচনী আচরণ বিধি। অর্থাৎ, নতুন কোনও প্রকল্পের ঘোষণা করতে পারবে না কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি।

সাংবাদিক বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

সাংবাদিক বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৫:০০
Share: Save:

সারা দেশের ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করছে নির্বাচন কমিশন। মোট সাতটি দফায় হবে লোকসভা নির্বাচন। ভোট শুরু হবে ১১ এপ্রিল থেকে। মোট সাতটি দফায় হবে ভোটগ্রহণ। ভোটগণনা হবে ২৩ মে। বিজ্ঞান ভবনে এই সাংবাদিক বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

বর্তমান লোকসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ৩ জুন। সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশ— এই চারটি রাজ্যেও। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের কথা জানাল না নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে ভোট হবে সাত দফায়। প্রথম দফায় ভোট দু’টি আসনে, দ্বিতীয় দফায় ভোট তিনটি আসনে, তৃতীয় দফায় ভোট পাঁচটি আসনে, চতুর্থ দফায় ভোট আটটি আসনে, পঞ্চম দফায় ভোট সাতটি আসনে, ষষ্ঠ দফায় ভোট আটটি আসনে এবং সপ্তম দফায় ভোট হবে ন’টি আসনে।

এই নির্ঘণ্ট ঘোষণার সঙ্গেই সারা দেশে চালু হয়ে যাচ্ছে নির্বাচনী আচরণ বিধি। অর্থাৎ, নতুন কোনও প্রকল্পের ঘোষণা করতে পারবে না কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি।

প্রথম দফায় আন্দামানের একটি আসন, অন্ধ্রপ্রদেশের ২৫ আসন, অরুণাচলের দু’টি আসন, অসমের পাঁচটি আসন, বিহারের চারটি আসন, ছত্তীসগঢ়ের একটি আসন, জম্মু ও কাশ্মীরের দু’টি আসন, লক্ষদ্বীপের একটি আসন, মহারাষ্ট্রের সাতটি আসন, মনিপুরের একটি আসন, মেঘালয়ের দু’টি আসন, মিজোরামের একটি আসন, নাগাল্যান্ডের একটি আসন, ওড়িশার চারটি আসন, সিকিমের একটি আসন, তেলঙ্গানার ১৭টি আসন, ত্রিপুরার একটি, উত্তরপ্রদেশের আটটি আসন, উত্তরাখণ্ডের পাঁচটি এবং পশ্চিমবঙ্গের দু’টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় অসমের পাঁচটি আসন, বিহারের পাঁচটি, ছত্তীসগঢ়ের তিনটি, জম্মু ও কাশ্মীরের দু’টি, কর্নাটকের ১৪টি, মহারাষ্ট্রের দশটি, মনিপুরের একটি, ওড়িশার পাঁচটি, পুদুচেরির একটি, তামিলনাড়ুর ৩৯টি, ত্রিপুরার একটি, উত্তরপ্রদেশের আটটি এবং পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট নেওয়া হবে। তৃতীয় দফায় অসমের চারটি আসন, বিহারের পাঁচটি আসন, ছত্তীসগঢ়ের সাতটি, দাদরা ও নগর হাভেলির একটি আসন, দমন ও দিউ-এর একটি আসন, গোয়ার দু’টি আসন, গুজরাতে ২৬টি আসন, কর্নাটকে ১৪টি আসন, কেরলের ২০টি আসন, মহারাষ্ট্রের ১৪টি আসন, ওড়িশার ছ’টি আসন, উত্তরপ্রদেশের দশটি আসন এবং পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে ভোট নেওয়া হবে। চতুর্থ দফায় বিহারে পাঁচটি, ঝাড়খণ্ডে তিনটি, মধ্যপ্রদেশে ছ’টি, মহারাষ্ট্রে ১৭টি, ওড়িশায় ছ’টি, রাজস্থানে ১৩টি, উত্তরপ্রদেশে ১৩টি এবং পশ্চিমবঙ্গে আটটি আসনে ভোট নেওয়া হবে। পঞ্চম দফায় বিহারে পাঁচটি, জম্মু ও কাশ্মীরে দু’টি, ঝাড়খণ্ডে চারটি, মধ্যপ্রদেশে সাতটি, রাজস্থানে ১২টি, উত্তরপ্রদেশে ১৪টি এবং পশ্চিমবঙ্গের সাতটি আসনে ভোট নেওয়া হবে। ষষ্ঠ দফায় বিহারে আটটি, হরিয়ানায় দশটি, ঝাড়খণ্ডে চারটি, মধ্যপ্রদেশে আটটি, দিল্লি ও সংলগ্ন এলাকার সাতটি, উত্তরপ্রদেশের ১৪টি এবং পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোট নেওয়া হবে। সপ্তম তথা শেষ দফায় বিহারের আটটি আসন, চণ্ডীগড়ের একটি, হিমাচল প্রদেশের চারটি, ঝাড়খণ্ডের তিনটি, মধ্যপ্রদেশের আটটি, পঞ্জাবের ১৩টি, উত্তরপ্রদেশের ১৩টি এবং পশ্চিমবঙ্গের ন’টি আসনে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে ভোট হবে সাত দফায়। প্রথম দফায় ভোট ২ আসনে, দ্বিতীয় দফায় ভোট ৩ আসনে, তৃতীয় দফায় ভোট ৫ আসনে। চতুর্থ দফার ভোট ৮ আসনে, পঞ্চম দফার ভোট ৭ আসনে, ষষ্ঠ দফায় ভোট ৮ আসনে এবং সপ্তম দফায় ভোট হবে ৯ আসনে। ‘গণতন্ত্রের আসল শক্তি—জনতার কাছে ফিরে যাওয়ার সময়। ভারতের ইতিহাসের সব থেকে স্বৈরাচারী সরকারকে ছুড়ে ফেলার সময় এসেছে। নোটবন্দীর কুফল, ব্যবসার পরিবেশ নষ্ট করা, নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্বের পরিবেশ নষ্ট করার জবাব দেওয়ার সময় এসেছে’, টুইট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।

প্রথম দফার হবে ২০টি রাজ্যের ৯১ আসনে। দ্বিতীয় দফার ভোট হবে ১৩ রাজ্যের ৯৭ আসনে। তৃতীয় দফার ভোট হবে ১৪ রাজ্যের ১১৫ আসনে। চতুর্থ দফার ভোট হবে ৯ রাজ্যের ৭১ আসনে। পঞ্চম দফার ভোট হবে ৭ রাজ্যের ৫১ আসনে। ষষ্ঠ দফার ভোট হবে ৭ রাজ্যের ৫৯ আসনে। সপ্তম দফার ভোট হবে ৮ রাজ্যের ৫৯ আসনে। ‘গণতন্ত্রের উৎসব এই নির্বাচন। এই নির্বাচনে সক্রিয় ভাবে অংশ নিতে আবেদন জানাচ্ছি দেশের নাগরিকদের। বিশেষ করে বড় সংখ্যায় ভোট দিন নতুন ভোটাররা’, টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক দফায় ভোট হবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরল, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, সিকিম, তেলঙ্গানা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, আন্দামান-নিকোবর, দাদরা-নগর হাভেলি, দমন-দিউ, লক্ষদ্বীপ, দিল্লি, পুদুচেরি এবং চণ্ডীগড়ে। দু’টি দফায় ভোট নেওয়া হবে কর্নাটক, মনিপুর, রাজস্থান এবং ত্রিপুরায়। তিনটি দফায় ভোট নেওয়া হবে অসম, চণ্ডীগড়ে। চারটি দফায় ভোট নেওয়া হবে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং মহারাষ্ট্রে পাঁচ দফায় ভোট হবে জম্মু ও কাশ্মীরে সাতটি দফায় ভোট নেওয়া হবে বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোট হবে ১১ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল, তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিল, চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল, পঞ্চম দফার ভোট ৬ মে, ষষ্ঠ দফার ভোট ১২ মে এবং সপ্তম দফার ভোটগ্রহণ হবে ১৯ মে। সাত দফায় ভোটগ্রহণের পর ভোটগণনা হবে ২৩ মে। মোট সাতটি দফায় হবে লোকসভা নির্বাচন। গুগল, ফেসবুক, টুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রচারের নথি জমা দিতে হবে নির্বাচন কমিশনে। অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো যাবে। ভোটের ৪৮ ঘণ্টা আগে সমস্ত কেন্দ্রে মাইক, লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ। সমস্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ থাকবে প্রার্থীদের ছবি। সারা দেশে মোট দশ লক্ষ ভোটগ্রহণ কেন্দ্র।

দেখুন সাংবাদিক বৈঠকের লাইভ ভিডিয়ো

ভোটারদের আস্থা ফেরাতে নিয়মিত রুট মার্চ এবং পেট্রোলিং চলবে। ভোটের দিন কোনও রকম অশান্তি হলে কড়া হাতে মোকাবিলা করা হবে। একটি অ্যাপ চালু করা হয়েছে। যাতে সাধারণ মানুষ কমিশনে অভিযোগ জানাতে পারবেন। নগদে কোথাও লেনদেন হলে তার উপর কড়া নজরদারি থাকবে। কেউ অভিযোগ জানালে তাঁর নিরাপত্তার বন্দোবস্ত করবে কমিশন। সমস্ত ভোটকেন্দ্রেই ভিভিপ্যাট ব্যবহার করা হবে, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ১৭.৪ লক্ষ ভিভিপ্যাট ব্যবহার করা হবে লোকসভা নির্বাচনে। সাংবাদিক বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। এই নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি। লোকসভা নির্বাচনে সারা দেশে ভোটারের সংখ্যা ৯০ কোটি। আবহাওয়া, ধর্মীয় উৎসব, পরীক্ষার কথা মাথায় রেখে নির্ঘণ্ট তৈরি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, সমস্ত রাজ্যের পুলিশ- প্রশাসন এবং শুল্ক দফতরের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন।

সরাসরি দেখুন নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক

(আপডেটের জন্য এই পাতায় নজর রাখুন। পাতা রিফ্রেশ করতে থাকুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE