Advertisement
E-Paper

পিএইচডি থাকলেই মিলবে গবেষণার সুযোগ! যাদবপুরের আইএসিএস-এ চলছে খোঁজ

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য পিএইচডি-র পাশাপাশি ন্যূনতম দু’বছর জ়েব্রাফিশ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৬:২৪
IACS

আইএসিএস। ছবি: সংগৃহীত।

পিএইচডি-র পর গবেষণাধর্মী কাজ করতে চাইলে, তাঁদের জন্য সুযোগ রয়েছে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ। তবে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা থাকলে গবেষণার কাজ করতে পারবেন। প্রতিষ্ঠানের একটি বিভাগের স্বল্প সময়ের জন্য কাজের সুযোগ মিলবে।

প্রতিষ্ঠানের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস-এর জন্য এই নিয়োগ। গবেষণামূলক কাজ হবে ‘লিপিড মেটাবলিজ়ম অ্যান্ড টক্সিকোলজি ইন জ়েব্রাফিশ মডেল সিস্টেম’-এর উপর।

প্রকল্পের জন্য একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে এক বছর পর্যন্ত। তাঁকে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য পিএইচডি-র পাশাপাশি ন্যূনতম দু’বছর জ়েব্রাফিশ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আগামী ১২ ডিসেম্বর প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ বাকি নথি নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Indian Association for the Cultivation of Science WB Govt Jobs Govt Job Recruitment 2025 Govt Job Vacancy 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy