Lok Sabha Election 2019

কংগ্রেস কখনও বিজেপির সঙ্গে জোট করেনি, মমতা করেছেন, করণদিঘিতে খোঁচা রাহুলের

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার উত্তরবঙ্গে এলেন রাহুল গাঁধী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১৬:০০
Share:

রাহুল গাঁধী। —ফাইল চিত্র

নির্বাচনী প্রচারে ফের এ রাজ্যে রাহুল গাঁধী। উত্তর দিনাজপুরে নির্বাচনী জনসভায় যোগ দিলেন কংগ্রেস সভাপতি। উত্তর দিনাজপুরের করণদিঘি থানার নাগোর এলাকায় জুটপার্ক ময়দানে রাহুলের সভা। এর আগে বিহারে একটি নির্বাচনী জনসভায় রাফাল, নোটবন্দি নিয়ে তোপ দাগেন রাহুল। অন্য দিকে ক্ষমতায় এলে ন্যয় প্রকল্প চালু করা হবে বলেও বিহারের ওই সভায় প্রতিশ্রুতি দেন রাহুল। সেখান থেকে হেলিকপ্টারে নামেন নাগোরের জুটপার্ক ময়দানে।

Advertisement

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার উত্তরবঙ্গে এলেন রাহুল গাঁধী। কিছু দিন আগেই মালদহের চাঁচোলে সভা করেন রাহুল। সেখানে এক দিকে যেমন রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন, তেমনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মৌসম নুরকেও কটাক্ষ করেন রাহুল।

আগামী ১৮ এপ্রিল দার্জিলিং, জলপাইগুডি়র সঙ্গেই রায়গঞ্জেও ভোটগ্রহণ। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন দীপা দাশমুন্সী। ২০১৪ সালে বামপ্রার্থী সিপিএমের মহম্মদ সেলিম এবারও এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। তৃণমূলের প্রার্থী ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। অন্যদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন দেবশ্রী চৌধুরী।

Advertisement

করণদিঘিতে রাহুলের বক্তব্য

• সারা জীবন তিনি আপনাদের জন্য উৎসর্গ করেছেন

• এটা প্রিয়রঞ্জন দাশমুন্সির কেন্দ্র, তাঁর জন্মভূমিতে এসেছি

• অন্য দিকে মোদীর বিরুদ্ধে তদন্ত হবে

• ন্যায় থেকে কেউ বাদ যাবেন না, গরিবদের সাহায্য করব, যুবক-যুবতীদের চাকরি দেব

• কিছু দিনের মধ্যেই ভোট শেষ হবে, কংগ্রেস সরকার গড়বে, চৌকিদার জেলে যাবেন

• আমরা আপনাদের উন্নতমানের শিক্ষার ব্যবস্থা করব

• এই হাসপাতালে ন্যূনতম টাকায় চিকিৎসা হবে

• সারা দেশে উন্নতমানের হাসপাতাল তৈরি হবে

• নরেন্দ্র মোদী দুই ভারত বানাতে চায়, একটা অনিল অম্বানীর, অন্যটা গরিবদের

• এদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের দেব, আমি এদের ভয় পাই না

• বিজয় মাল্যকে ৪৫ হাজার কোটি দিয়েছেন, অনিল অম্বানীকে ৩০ হাজার কোটি দিয়েছেন

• আমি মিথ্যে প্রতিশ্রুতি দিই না

• আপনারা বলুন, বাংলার মানুষকে এঁরা রোজগার দিয়েছেন?

• মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী রোজগারের আশ্বাস দিয়েছিলেন

• কংগ্রেস দল ২০১৯ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে হারাবেই

• কংগ্রেস কখনও বিজেপির সঙ্গে কোথাও জোট করেছে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন

• তিনি ভয় পেয়েছেন, রাফাল তদন্ত হলেই তিনি জেলে যাবেন

• রাফাল ইস্যু কে তুলেছে, কংগ্রেস। চৌকিদারের চেহারা পাল্টে দিয়েছি আমরা

• ওই রাজ্যে গিয়ে কৃষকদের জিজ্ঞেস করুন, ঋণ মকুব হয়েছে কিনা, তাঁরা বলবেন হয়েছে

• মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থানে ক্ষমতায় আসার পরই কৃষকদের ঋণ মুকুব হয়ে গিয়েছে

• এই কৃষিঋণ মেটাতে না পারলে জেলে ভরা যাবে না, এই কথা আমরা ইস্তাহারে বলেছি

• কিন্তু কৃষক ঋণ নিয়ে মেটাতে না পারলে জেলে পাঠানো হয়

• বড় শিল্পপতি ঋণ নিয়ে ফেরত দেয় না, তাদের কিছু হয় না

• আপনাদের চাষের ফসল সোজা কারখানায় গিয়ে বিক্রি করতে পারবেন

• এখানে আপনাদের জমি আছে, এই জমির পাশেই কারখানা তৈরি করব আমরা

• চৌকিদার ভয় পেয়েছে, কারণ চৌকিদার চোর, সাধারণ মানুষ চুরি ধরে ফেলেছে

• যাদের আয় ১২ হাজারের কম তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭২ হাজার টাকা দেবে কংগ্রেস

• সেই হিসাবে এই ৭২০০০ টাকা সোজা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে

• তাঁরা বললেন, ৭২০০০ টাকা দেওয়া যাবে

• জিজ্ঞেস করেছিলাম গরিব ভারতবাসীর অ্যাকাউন্টে কত টাকা দিতে পারবেন

• তিন মাস আমি দলের অর্থনীতিবিদদের ডেকে পাঠিয়েছিলাম

• সেই টাকা পেয়েছেন আপনারা?

• মনে আছে ১৫ লাখ টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন

• পাঁচ বছর আগে মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন

বিহারে রাহুল গাঁধীর বক্তব্য

• কৃষক ঋণ শোধ না করলে জেলা

• কৃষক ধার নেয়, অনিল অম্বানীও ধার নেয়

• ক্ষমতায় এলে ন্যূনতম আয় যোজনা চালু করা হবে

• কষকদের বলতে চাই, ন্যয় প্রকল্প আপনাদের জন্যই তৈরি হয়েছে

• গরিবদের বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে

• ইউপিএ জমানায় মনরেগা দিয়েছে

• আমি দেশের মানুষের জন্য কাজ করি

• আমি অনিল অম্বানীর চৌকিদার নই

• আমি এখনও কাজ শুরু করিনি

• নরেন্দ্র মোদী দেশের সামনে মুখ দেখাতে পারবেন না

• নরেন্দ্র মোদী আপনি বলুন, আপনার সঙ্গে অনীল অম্বানী গিয়েছিলেন, হ্যা নাকি না?

• আমার সামনে বসলে সারা দেশ জানতে পারবে, চৌকিদার চোর হ্যায়

• নরেন্দ্র মোদী আদালত অবমাননা করেছেন

• দুর্নীতি নিয়ে আপনার যা বলার বলুন, আমার সামনে বসুন, রাফাল নিয়ে প্রশ্নের উত্তর দিন

• নরেন্দ্র মোদী চৌকিদার নয়, উনি অনিল অম্বানীর চৌকিদার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement