Rahul Gandhi

বাংলায় এক ব্যক্তির সরকার চলছে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, কিছুই হচ্ছে না: মমতাকে বিঁধলেন রাহুল

রাজ্যে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন রাহুল গাঁধী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৫:৩৬
Share:

মালদহের চাঁচলের সভায় কংগ্রেস সভাপতি। ছবি সৌজন্য: কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট।

মালদহের চাঁচলে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার শুরু করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে তীব্র সমালোচনায় বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। আজ চাঁচলের সভায় তিনি বলেন, ‘‘এক দিকে নরেন্দ্র মোদী মিথ্যা বলেন, অন্য দিকে আপনাদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেন, কিন্তু এখানে কিছুই হওয়ার নয়। বাংলায় একনায়কতন্ত্র চলছে, জনগণের কথা কেউ শোনে না।’’

Advertisement

একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘এক জনের কথায় কি সব চলবে? কারও কথা শোনা হবে না? মোদী-মমতা কারও কথা শোনে না। কৃষকেরা ঋণ মকুবের দাবি তোলেন, মানেন না মোদী-মমতা।’’

পাশাপাশি তিনি বলেন, ‘‘আগে আপনারা বামফ্রন্টের হাতে মার খেতেন। এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের রাজত্বে আপনারা দুঃখে আছেন।’’

Advertisement

এই রাজ্যে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখানে কিছুই হবার নয়, এই ভাষাতেই তিনি সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও তীব্র সমালোচনা করেন রাহুল। তাঁর কথায়, ‘‘বিজেপি-আরএসএস যেখানেই যায় সেখানেই ঘৃণার রাজনীতি করে। সারা দিন মিথ্যা বলেন নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের টাকা চুরি করে অনিল অম্বানীর পকেটে ভরেন নরেন্দ্র মোদী।’’

পাশাপাশি কংগ্রেস কর্মীদের উদ্দেশ্য করে রাহুল বলেন, ‘‘এখানে আমাদের পুরনো প্রার্থী আপনাদের ধোঁকা দিয়েছেন, কংগ্রেসের দুর্গে এসে কংগ্রেসকে ধোঁকা দিয়েছেন। এই ধোঁকা আপনারা ভুলবেন না, এই ধোঁকার কথা আপনারা মনে রাখুন। আপনারা মমতাজিকে জেতালেন কিন্তু যে অত্যাচার সিপিএমের সময়ে হত, আজও সেই অত্যাচার চলছে। ওই সময় একটা সংগঠন সরকার চালাতো, এখন এক জন ব্যক্তির জন্য সরকার চলে।’’

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আজ মালদহের চাঁচল থেকেই রাজ্যে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন রাহুল গাঁধী। আজ দুপুরে বিহারে একটি জনসভা করার পর সরাসরি সেখান থেকেই তিনি সরাসরি এসে পৌঁছন মালদহে।

আজ চাঁচলের সভামঞ্চে উপস্থিত ছিলেন জেলা ও প্রদেশ কংগ্রেস শীর্ষনেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি, আবু হাসেন খান চৌধুরী, মালদহ উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এবং কংগ্রেস নেতা গৌরব গগৈ।

দেখুন লাইভ ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement