পালিয়ে বেড়ালেন রাজীব

নির্বাচন কমিশনের নির্দেশে কাল দুপুরে দিল্লি এসে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট করেছেন সিআইডির সদ্যপ্রাক্তন ডিআইজি রাজীব কুমার। তখন থেকেই তাঁকে খুঁজে চলেছে সংবাদমাধ্যম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৯ ০৩:২৭
Share:

রাজীব কুমার।

এত দিন তাঁর হাত থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করত অপরাধীরা। আজ দিনভর ‘পালিয়ে বেড়ালেন’ তিনি নিজেই!

Advertisement

নির্বাচন কমিশনের নির্দেশে কাল দুপুরে দিল্লি এসে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট করেছেন সিআইডির সদ্যপ্রাক্তন ডিআইজি রাজীব কুমার। তখন থেকেই তাঁকে খুঁজে চলেছে সংবাদমাধ্যম। সুপ্রিম কোর্ট আজ তাঁর রক্ষাকবচ মামলার রায় দেবে, এই খবর জানাজানি হওয়ার পরে খোঁজাখুঁজি আরও জোরদার হয়। গত কাল নর্থ ব্লকে সামান্য সময় কাটিয়েই রাজীব চলে যান হেলি রোডের বঙ্গ ভবনে। সরকারি কাজে দিল্লি এলে সাধারণত এখানেই ওঠেন রাজ্যের আধিকারিকেরা। রাজীব আছেন খবর পেয়ে বঙ্গ ভবনের সামনে ঘাঁটি গাড়ে সংবাদমাধ্যম। সূত্রের খবর, আজ সকালে ব্যক্তিগত কাজে ধওলাকুঁয়ার দিকে গিয়েছিলেন রাজীব। পিছু নেয় সংবাদমাধ্যম। সেটা অবশ্য টেরও পাননি দুঁদে আইপিএস। রাজীবের গাড়ি সিগন্যালে থামলে ঘিরে ধরেন সাংবাদিকেরা। কোনও মতে গাড়ি ঘুরিয়ে বেরোন তিনি। পশ্চিমবঙ্গের নম্বর লেখা সরকারি গাড়ির জন্য সহজেই চিহ্নিত হচ্ছেন বুঝে এর পর ছেড়ে দেন সরকারি গাড়ি। বঙ্গ ভবন থেকে অবশ্য ‘চেক আউট’ করেছিলেন সকালেই। সুপ্রিম কোর্ট ‘রক্ষাকবচ’ প্রত্যাহারের রায় ঘোষণার পরে রাজীব নর্থ ব্লকের স্বরাষ্ট্র মন্ত্রকে গিয়েছিলেন বলে খবর। হাজিরা দিয়ে বেরিয়ে যান গত কালের মতোই। আর তাঁর নাগাল পায়নি সংবাদমাধ্যম। একটি সূত্রের মতে, নয়ডায় এক আত্মীয়ের বাড়িতেই আপাতত থাকার পরিকল্পনা

করেছেন রাজীব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement