দাড়িভিট তথ্যের বিকৃতি শাহর, দাবি তৃণমূলের

দাড়িভিট স্কুলে ২০১৮ সালের সেপ্টেম্বরে শিক্ষক নিয়োগ নিয়ে গোলমাল হয়। ২০ সেপ্টেম্বর সেই গোলমালের জেরেই গুলি চলে। তাতে মারা যান এলাকার দুই যুবক রাজেশ সরকার ও তাপস বর্মণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুর শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ০৪:০২
Share:

অমিত শাহ। ফাইল চিত্র।

ইসলামপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ১৯ মে। তার আগে বাংলায় লোকসভা ভোটের প্রচারে এসে দাড়িভিট প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তথ্যের বিকৃতি করেছেন বলে দাবি করল তৃণমূল।

Advertisement

দাড়িভিট স্কুলে ২০১৮ সালের সেপ্টেম্বরে শিক্ষক নিয়োগ নিয়ে গোলমাল হয়। ২০ সেপ্টেম্বর সেই গোলমালের জেরেই গুলি চলে। তাতে মারা যান এলাকার দুই যুবক রাজেশ সরকার ও তাপস বর্মণ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সেই প্রসঙ্গ তুলে অমিত দাবি করেন, ইসলামপুরের দাড়িভিট স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করেছেন উর্দু পড়তে। তাঁর কথায়, ‘‘মমতাদি বললেন, তোমরা বাংলায় পড়তে পারবে না। তোমাদের উর্দুতেই পড়তে হবে। তখন পড়ুয়ারা প্রতিবাদ করল। তখন আমাদের দু’জনের বুকে গুলি চালিয়ে দিল।’’ যে কথা শুনে ইসলামপুরের পুরপ্রধান তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘ভোটের মুখে দাড়িভিট প্রসঙ্গে সম্পূর্ণ মিথ্যা কথা বলে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছেন বিজেপির সভাপতি। তিনি তথ্য বিকৃত করেছেন।’’ কানাইয়ালালের কথায়, ‘‘সত্যি ঘটনা হল, ওই স্কুলে উর্দুর সঙ্গে সঙ্গে সংস্কৃতর শিক্ষকও চাকরিতে যোগ দিতে গিয়েছিলেন। গোলমালের জেরে তিনিও আর কাজে যোগ দিতে পারেননি। কিন্তু সে কথা বিজেপি ইচ্ছে করেই না বলে সত্যের অপলাপ করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন