State News

অর্জুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবিতে কমিশনে দরবার তৃণমূলের

তৃণমূলের অর্জুনই এখন ব্যারাকপুরের বিজেপির প্রার্থী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০১৯ ২১:৪৮
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিংহকে তৃণমূলের ‘সম্পদ’ বলে তোপ দাগতেন বিরোধী নেতারা। ভোটের ঠিক আগে সেই সমীকরণ বদলে গিয়েছে। তৃণমূলের অর্জুনই এখন ব্যারাকপুরের বিজেপির প্রার্থী। এ বার সেই অর্জুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্যে নির্বাচন কমিশনে দরবার করল তৃণমূল।

Advertisement

মঙ্গলবার তৃণমূল নেতা তথা মন্ত্রী তাপস রায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাবের সঙ্গে দেখা করে অর্জুনের বিরুদ্ধে নালিশ করেন। কমিশন সূত্রে খবর, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর লিখিত অভিযোগ তুলে দেওয়া হয়েছে সিইও-র হাতে। আরিজ আফতাবের সঙ্গে দেখা করার পর তাপসবাবু সাংবাদিকদের বলেন, “আমাদের যা বলার ছিল, তা লিখিত ভাবে জানানো হয়েছে।”

অর্জুন সিংহের বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে তাপসের কৌশলী জবাব, “ভোটটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সেখানে দুষ্কৃতী তাণ্ডবের ব্যাপারে পুলিশ পর্যবেক্ষক এবং সিইও-কে জানানো হয়েছে। ভোট শান্তিপূর্ণ করতে গেলে যা যা করার দরকার কমিশন তাই করুক।”

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আরও পড়ুন: উচ্চারণ নিয়ে মমতাকে ব্যঙ্গ করে টুইটারে ট্রোলড সূর্যকান্ত মিশ্র

আরও পড়ুন: বিজেপি মিথ্যাবাদী, দাঙ্গাবাজদের দল, আন্দুলে বললেন মমতা

রাজনৈতিক মহল মনে করছে, বীরভূমে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার জন্যে বিরোধীরা নির্বাচন কমিশনকে যে ভাবে চাপ দিয়েছিল, ঠিক একই ভাবে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে ‘নজরবন্দি’ বা সে রকম কোনও কড়া পদক্ষেপ করার জন্যে দরবার করছে তৃণমূলও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন