Lok Sabha Election 2019

প্রমাণ দিন, না হলে কান ধরে ওঠবোস করতে হবে, মোদীর কয়লা মাফিয়া মন্তব্যে চ্যালেঞ্জ মমতার

গরমের সঙ্গেই যেন পাল্লা দিয়ে চড়ছে রাজ্যের ভোট উত্তেজনার পারদ। সেই সঙ্গেই রাজ্যে তৃণমূল-বিজেপি বাগ্‌যুদ্ধও চরমে উঠেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ২০:৫৯
Share:

কয়লা মাফিয়া তরজায় নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটারের ভিডিয়ে থেকে

‘গণতন্ত্রের থাপ্পড়’ বিতর্কের পর এ বার ‘কয়লা মাফিয়া’ তরজায় জড়ালেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রীর অভিযোগ, তৃণমূলের নেতারা সব ‘কয়লা মাফিয়া’। মমতাও তার জবাব দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন। তাঁর হুঙ্কার, এক জনকেও প্রমাণ করতে পারলে ৪২ জন প্রার্থীকেই তিনি তুলে নেবেন। ষষ্ঠ দফা ভোটের আগে মোদী-মমতার এই প্রচার তরজায় সরগরম রাজ্য রাজনীতি।

Advertisement

গরমের সঙ্গেই যেন পাল্লা দিয়ে চড়ছে রাজ্যের ভোট উত্তেজনার পারদ। সেই সঙ্গেই রাজ্যে তৃণমূল-বিজেপি বাগ্‌যুদ্ধও চরমে উঠেছে। আরও নির্দিষ্ট করে বললে যেন মোদী-মমতার দ্বৈরথে ‘রণং দেহি’ মেজাজ। মঙ্গলবার মোদী-অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা বলেছিলেন ‘ঠাটিয়ে গণতন্ত্রের থাপ্পড়’ মারতে ইচ্ছে করে। আজ বৃহস্পতিবার বাঁকুড়া এবং পুরুলিয়ার জনসভায় তার জবাব দিয়েছেন মোদী। সঙ্গে ইন্ধন দিয়ে গিয়েছেন ‘কয়লা মাফিয়া’ বিতর্কের।

কী সেই বিতর্ক? বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মেজিয়া, বড়জোড়া এলাকায় রয়েছে কয়লা খাদান। আর সেই বাঁকুড়ায় প্রচারে এসেই তৃণমূলকে কাঠগড়ায় তুলে খাদানে তোলাবাজির অভিযোগ এনেছেন মোদী। শুরুতে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে বাংলায় শুরু করেছিলেন, কোল মাফিয়া নিয়ে আক্রমণের সময়ও ফিরেছেন ভাঙা ভাঙা বাংলায়। বলেন, ‘‘এই ইলাকার খাদানে তৃণমূলের মাফিয়ারাজ কেমন চলছে, আপনারা ভালই জানেন। এখানে কয়লা খাদান থেকে টিএমসি নেতারা টাকা বানাচ্ছে আর কয়লা খাদানের শ্রমিক তাঁর মজুরির টাকা পাচ্ছে না।’’

Advertisement

আরও পড়ুন: দিল্লিতে কুরুচিকর প্রচারপত্র! অতিশীর নিশানায় গম্ভীর, মামলার হুমকি প্রাক্তন ক্রিকেটারের

আরও পড়ুন: গেরুয়া চোরাস্রাতের মাঝে আচমকা চাঙ্গা বামও, চওড়া হাসছেন ‘বাঁকুড়ার ভগীরথ’

জবাব দিতে বেশি সময় নেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিছু ক্ষণ পরই বাঁকুড়া শহরে ছিল তৃণমূল নেত্রীর সভা। বিজেপির বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একাধিক ইস্যুতে মোদীকে আক্রমণ করেন। কিছু ক্ষণ পরেই মোদীর ‘কয়লা মাফিয়া’ মন্তব্যের আঁচ নেভাতে পাল্টা তোপ শুরু করেন মমতা। প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল নেত্রী বলেন, উনি (মোদী) বলেছেন, আমাদের প্রার্থীরা নাকি কোল মাফিয়া। এই কথাটা বলেছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের প্রার্থীরা যারা লড়ছে, ৪২টা কেন্দ্রে ৪২ জন, একটাকে প্রমাণ করতে হবে, কোল মাফিয়া। আমি ৪২টা কেন্দ্রের প্রার্থীদের তুলে নেব আমি। আর তুমি যদি না পার তা হলে কান ধরে ওঠবোস করতে হবে ১০০ বার।’’

এর পর কয়লা খাদানে তোলাবাজির পাল্টা অভিযোগ বিজেপির বিরুদ্ধেই ফিরিয়ে দেন মমতা। প্রশ্নোত্তর পর্বের মতো করে তিনি বলেন, ‘‘কয়লা কার অধীনে? কেন্দ্রের। কে পাহারা দেয়? সেন্ট্রাল ফোর্স, সিআইএসফ। দালালি করে কারা? বিজেপির লোকেরা। আর তৃণমূল কংগ্রেস কোল মাফিয়া হয়ে গেল? ... তোমাকে এর জবাব দিতে হবে।’’

এই প্রসঙ্গেই এ দিন পাল্টা একটি বিস্ফোরক অভিযোগও তুলেছেন মমতা। দাবি করেছেন, তাঁর কাছে একটি পেন ড্রাইভ আছে, যাতে এক কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদের বিরুদ্ধে গরু পাচারের প্রমাণ আছে। মোদীর বিরুদ্ধে কোনও মিডিয়া খবর করতে ভয় পায় বলেও মন্তব্য মমতার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন