Lok Sabha Election 2019

বিদেশি এনে প্রচারে এ বার অভিযুক্ত বিজেপি

অনুপম শুক্রবার মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তাঁর সমর্থনে রোড শো করেন পালোয়ান ( রেসলার) গ্রেট খালি। যিনি মার্কিন নাগরিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০১:২৪
Share:

নির্বাচনী প্রচারে অনুপম হাজরা।

লোকসভা ভোটের প্রচারে তৃণমূল বাংলাদেশি অভিনেতাদের হাজির করায় বিতর্ক হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল তাঁদের। এ বার যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার পাশে মার্কিন নাগরিক গ্রেট খালি হাজির হওয়ায় একই অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যারা তৃণমূলের বিরুদ্ধে ওই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্যে ভোট প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে ওই অভিযোগ হাতিয়ার করে তোপ দেগেছিলেন।

Advertisement

অনুপম শুক্রবার মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তাঁর সমর্থনে রোড শো করেন পালোয়ান ( রেসলার) গ্রেট খালি। যিনি মার্কিন নাগরিক। বিষয়টি নিয়ে শনিবার প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস এ দিন বলেন, ‘‘বিজেপি যে মার্কিন নাগরিককে এনে তাদের যাদবপুরের প্রার্থীর প্রচার করিয়েছে, তা আমরা প্রাথমিক ভাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জানিয়েছি। আগামিকাল দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও বিষয়টা জানাব।’’

তৃণমূলের রায়গঞ্জ লোকসভার প্রার্থী কানাইয়ালাল অগ্রবাল এবং দমদমের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে যথাক্রমে ফিরদৌস আহমেদ এবং গাজী নূর প্রচারে এসেছিলেন। এখন তৃণমূল প্রশ্ন তুলছে মার্কিন নাগরিক খালিকে অনুপমের প্রচারে বিজেপি নিয়ে আসায়। খালি যে মার্কিন নাগরিক, তা তিনিই প্রকাশ্যে জানিয়েছেন। একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে খালি বলছেন, ‘‘আমার খুব ভাল লাগছে। মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতে হল। ১৪ বছর হয়ে গেল আমি আমেরিকায় এসেছি। পাঁচ বছর গ্রিন কার্ডে ছিলাম। তার পর নাগরিকত্ব পেয়েছি।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অবশ্য দাবি, ‘‘খালি প্রথমে ভারতীয়, তার পরে তিনি মার্কিন নাগরিকত্ব নিয়েছেন। প্রবাসী ভারতীয়দের (এনআরআই) ভোটাধিকার থাকে, তাঁরা হয়তো ভোটে দাঁড়াতে পারেন না। তৃণমূলের প্রচারে বিদেশি নাগরিকদের আনা আর এটা এক বিষয় নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন