জঙ্গিপুরে প্রার্থী হলেন উমর খালিদের বাবা

সৈয়দ কাশেম রসুল ইলিয়াস। প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের বাবা তিনি। 

Advertisement

সামসুদ্দিন বিশ্বাস

উমরপুর শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০৩:৫৮
Share:

প্রচার: মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ওয়েলফেয়ার পার্টির প্রচারে উমর খালিদের বাবা সৈয়দ কাশেম রসুল ইলিয়াস। নিজস্ব চিত্র

ঘিঞ্জি মহল্লা, সরু গলির দু’ধারে অগোছালো সংসার ধোপদুরস্ত মানুষটাকে দেখে কিছুটা অস্বস্তি নিয়েই হাতজো়ড় করে উঠে দাঁড়াচ্ছে।

Advertisement

পাল্টা নমস্কারে দুধসাদা পাজামা-পাঞ্জাবি বলছেন, ‘‘মেরে কো জরুর পহেচানা নেহি না আপ, হম সৈয়দ কাশেম রসুল ইলিয়াস।’’ ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার জঙ্গিপুরের প্রার্থী। তবে তাঁর একটা অন্য পরিচয়ও আছে, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের বাবা তিনি।

দু’বছর আগে জেএনইউ-এর ওই ছাত্র নেতার বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কাজকর্মের তকমা দিয়ে তাঁকে গ্রেফতারের জন্য হন্যে হয়েছিল দিল্লির পুলিশ। অভিযোগ ছিল, ক্যাম্পাসে মিছিল করে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছেন উমর। বিজেপি’র ছাত্র সংগঠন এবিভিপি’র সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছিল মামলা। তবে দু’বছর পরে, সে মামলায় ছাড় পেয়েছিলেন উমর।

Advertisement

বাবার হয়ে প্রচারে এ বার জঙ্গিপুরেও আসতে পারেন তিনি। তবে নিজের ছেলের প্রতি অবিচার নয়, ইলিয়াস তাঁর প্রচারের হাতিয়ার করেছেন প্রান্তিক মানুষের প্রতি দেশের তাবড় রাজনৈতিক দলগুলির উদাসীনতা। বলছেন, ‘‘তাদের প্রতিশ্রুতি আছে কিন্তু তার প্রয়োগ নেই।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আঞ্চলিক দল ওয়েলফেয়ার পার্টি, দীর্ঘ দিন ধরেই জঙ্গিপুর কেন্দ্রে প্রার্থী দিয়ে আসছে। এ বার সেই কেন্দ্রে তাদের বাজি ইলিয়াস। কিন্তু জঙ্গিপুর কেন? রসুল ইলিয়াস বলছেন, ‘‘পশ্চিমবঙ্গের সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলির অন্যতম মুর্শিদাবাদ। এই জেলার জঙ্গিপুর কেন্দ্র থেকে এক সময়ে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে দেশের অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। পরে তাঁর পুত্র সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু কাজ কিছু হয়েছে কি? মানুষের কাছে সে কথাটুকুই জানাতে এসেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন