লাশ গোনে শকুনেরা: রাজনাথ

প্রচার সভায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের মুখেও পুলওয়ামা ও বালাকোট প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘কত জঙ্গি মারা গিয়েছে বালাকোটে? যারা বীর তারা লাশ গোনে না। ওটা শকুনদের কাজ।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ০৪:২০
Share:

রাজনাথ সিংহ। —ফাইল চিত্র।

প্রচার সভায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের মুখেও পুলওয়ামা ও বালাকোট প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘কত জঙ্গি মারা গিয়েছে বালাকোটে? যারা বীর তারা লাশ গোনে না। ওটা শকুনদের কাজ।’’ এর সঙ্গে রাফাল প্রসঙ্গ জুডে় দিয়ে তিনি বলেন, ‘‘রাফাল আগে কেনা হলে জওয়ানদের পাকিস্তানেও ঢুকতে হত না। ভারতে বসেই জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে দেওয়া যেত।’’

Advertisement

বৃহস্পতিবার মালদহ ও চাঁচলে উত্তর ও দক্ষিণ মালদহের দুই প্রার্থীর সমর্থনে দুই জনসভা থেকেই পুলওয়ামা নিয়ে বিরোধীদের নিশানা করেন তিনি। এর বিরোধিতা করে রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সেনাবাহিনীর নাম করে এ ভাবে উনি প্রচার করতে পারেন না। এই ধরনের মন্তব্য নির্বাচনী বিধি বহির্ভূত। নির্বাচন কমিশন তাঁর প্রচারও নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত নিষিদ্ধ করে দিক। যদি সে সাহস থাকে অবশ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement