রাজ্য জুড়ে চলবে ঝড়বৃষ্টি। — ফাইল চিত্র।
দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার জেরে ঝড়বৃষ্টি চলছে। এই আবহে বঙ্গোপসাগরের উপরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার জেরে আবার দুর্যোগ শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতেই বিক্ষিপ্ত ভাবে চলবে ঝড়বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর সোমবার দুপুরে বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে ওই একই অংশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। মৌসুমি অক্ষরেখা এ রাজ্যের দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে রাজ্যে দুর্যোগের পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলবে।
নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকতে পারে সমুদ্র। দমকা ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় সর্বাধিক ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে যেতে বারণ করা হয়েছে।
হাওয়া অফিস বলছে, মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পর্যন্ত উত্তরের আট জেলায় হালকা থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।