মদন পেলেন না ভোটার তালিকা

তাঁর হাতে সংগঠনের প্রায় কোনও দায়িত্বই নেই। নেই কোনও নির্দিষ্ট এলাকার রাশও। এ বার তাঁর এক সময়ের জেতা বিধানসভা কেন্দ্র কামারহাটির সাংগঠনিক দায়িত্বও দেওয়া হল না মদন মিত্রকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ০৩:৩৯
Share:

তাঁর হাতে সংগঠনের প্রায় কোনও দায়িত্বই নেই। নেই কোনও নির্দিষ্ট এলাকার রাশও। এ বার তাঁর এক সময়ের জেতা বিধানসভা কেন্দ্র কামারহাটির সাংগঠনিক দায়িত্বও দেওয়া হল না মদন মিত্রকে।

Advertisement

সারদা-কাণ্ডে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তেমন কোনও গুরুত্বপূর্ণ পদ পাননি প্রাক্তন এই মন্ত্রী। তবুও নিজের উদ্যোগেই তাঁর হারানো কেন্দ্র কামারহাটিতে সংগঠন সাজানোর কাজ চালাচ্ছিলেন তিনি। কিন্তু পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের কোর কমিটির বৈঠকে ডাকই পেলেন না মদনবাবু। জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে গত বিধানসভায় ছ’টিতে হেরেছিল তৃণমূল। জয়ী ও পরাজিত সব প্রার্থীকে নিয়েই গত ৫ জানুয়ারি জেলায় কোর কমিটির বৈঠক করেন জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে উত্তর দমদমে পরাজিত চন্দ্রিমা ভট্টাচার্য, উত্তর বসিরহাটের এ টি এম আবদুল্লা বা বাগদার উপেন বিশ্বাসের হাতে সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকা তুলে দেওয়া হয়। তালিকাও দেওয়া হয়নি মদনবাবুকে। আর তাতেই দলের মধ্যে মদনের ‘গুরুত্ব’ ও ‘ভবিষ্যৎ’ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement