ফলপ্রকাশে রাতারাতি সুর বদল নিয়েই প্রশ্ন

কবে মাধ্যমিকের ফল প্রকাশ করা যাবে, বুধবারেও তা জানাতে পারছিলেন না মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। রাত পোহাতেই বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, মাধ্যমিকের ফল কাল, শনিবার প্রকাশ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর আগেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ০৩:৫৬
Share:

কবে মাধ্যমিকের ফল প্রকাশ করা যাবে, বুধবারেও তা জানাতে পারছিলেন না মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। রাত পোহাতেই বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, মাধ্যমিকের ফল কাল, শনিবার প্রকাশ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর আগেই।

Advertisement

উচ্চ মাধ্যমিকের ফল ৩০ মে, মঙ্গলবার ঘোষণা করা হবে বলে বুধবারেই জানায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিক পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিকের আগে। সময়গত সঙ্গতি রেখে উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিকের ফল প্রকাশ করাটাই দীর্ঘদিনের রেওয়াজ। তাই সংসদ ফল ঘোষণার দিনক্ষণ জানানোর পরেও পর্ষদ-প্রধান বুধবার মাধ্যমিকের ফল ঘোষণার তারিখ জানাতে না-পারায় একই সঙ্গে বিস্ময় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। রাত কাটতেই তিনি ফল প্রকাশের দিনক্ষণ জানানোয় পরীক্ষার্থী ও অভিভাবকেরা আশ্বস্ত হয়েছেন ঠিকই। কিন্তু সেই সঙ্গে প্রশ্ন উঠছে, বুধবারেও যে-পরীক্ষার ফল প্রকাশের কথা জানানো যাচ্ছিল না, রাতারাতি সেটা ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হল কী ভাবে? নিছক উচ্চ মাধ্যমিকের আগে ফল প্রকাশের প্রথা মানতেই কি এই তড়িঘড়ি?

জবাব এড়িয়ে পর্ষদ-প্রধান বৃহস্পতিবার শুধু জানান, শনিবার সকাল ৯টায় পর্ষদের দফতর থেকে ফল ঘোষণা করা হবে। ওই দিনই স্কুলে মিলবে মার্কশিট। ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে: www.wbbse.org, www.wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com, www.knowyourresult.com, www.examresults.net, www.schools9.com, www.results.amarujala.com, www.indiaccess.com, www.resultsout.com, www.jagranjosh.com। মোবাইলে WB10 <SPACE> দিয়ে রোল নম্বর লিখে ৫৪২৪২, ৫৬৭৬৭৫০, ৫৮৮৮৮ এবং ৫৬২৬৩ নম্বরে এসএমএস করলে ফল জানানো হবে। রোল এবং মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে www.exametc.com ওয়েবসাইটে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন