Purulia Fire

খড়ের গাদায় আগুন! খেলতে খেলতে ঝলসে গেল আদিবাসী দুই শিশু, পুরুলিয়ার ঘটনায় তদন্ত শুরু পুলিশের

স্থানীয় সূত্রে খবর, মৃত দুই শিশুর নাম সলেমন হেমব্রম এবং আকাশ বেসরা। দু’জনেরই আনুমানিক বয়স তিন বছর। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তাদের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৫৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

খেলতে খেলতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই আদিবাসী শিশুর! শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত কদমডি গ্রামে। দুই শিশুর মৃত্যুতে গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। কী ভাবে এই ঘটল, জানতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত দুই শিশুর নাম সলেমন হেমব্রম এবং আকাশ বেসরা। দু’জনেরই আনুমানিক বয়স তিন বছর। জানা গিয়েছে, শনিবার দুপুরে বাড়িতে মজুত করে রাখা খড়ের গাদার পাশে খেলছিল ওই দুই শিশু। সে সময় হঠাৎ কোনও ভাবে খড়ের গাদায় আগুন লেগে যায়। আগুনে ঝলসে গুরুতর জখম হয় দুই শিশু। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ঠিক কী ভাবে খড়ের গাদায় আগুন লেগেছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। মৃত শিশু দু’টির দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার দেহ দু’টির ময়নাতদন্ত করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement