গণতন্ত্রের দাবিতে সরব বাংলাদেশের সংখ্যাগুরু-সংখ্যালঘু দু’পক্ষই

বাংলাদেশের সংখ্যালঘু সমাজের নিরাপত্তা এবং দেশে গণতন্ত্রের দাবিতে সরব হল সে দেশের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু দু’পক্ষই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৭
Share:

প্রতীকী ছবি।

বাংলাদেশের সংখ্যালঘু সমাজের নিরাপত্তা এবং দেশে গণতন্ত্রের দাবিতে সরব হল সে দেশের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু দু’পক্ষই। রবিবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে এক আলোচনাসভায় যোগ দিয়েছিলেন বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগের এক সাংসদ, কৃষক লিগের এক নেতা এবং বিরোধী বিনএনপির দুই সাংসদ।

Advertisement

অনুষ্ঠানের আয়োজন করেছিল ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টার। ছিলেন সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, আইনজীবী ও সংখ্যালঘু সংগঠনের সদস্যরা।

ভারতের তরফে অনুষ্ঠানে ছিলেন বিএসএফের প্রাক্তন অফিসার ও প্রাক্তন কয়েক জন পুলিশকর্তা। সকলেরই বক্তব্য, বাংলাদেশ যাতে দ্রুত পাকিস্তান বা আফগানিস্তানের মতো রাষ্ট্রে পরিণত না হয়, সেখানে যাতে ধর্মনিরপেক্ষ আবহাওয়া বজায় থাকে, তার জন্য উপমহাদেশের সব দেশকেই এগিয়ে আসতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement