দলনেত্রীর দেখা পেলেন না আরাবুল

এক সময় দলের আশীর্বাদের জোরে ভাঙড় এলাকায় তাঁর প্রতাপে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। কালক্রমে সেই দলই পাশ থেকে সরে যাওয়ায় এ বার কালীঘাটে ‘দিদি’র সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হলেন আরাবুল ইসলাম! মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ কালীঘাটে যান আরাবুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ০৩:০০
Share:

কালীঘাটে আরাবুল।—নিজস্ব চিত্র।

এক সময় দলের আশীর্বাদের জোরে ভাঙড় এলাকায় তাঁর প্রতাপে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। কালক্রমে সেই দলই পাশ থেকে সরে যাওয়ায় এ বার কালীঘাটে ‘দিদি’র সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হলেন আরাবুল ইসলাম! মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ কালীঘাটে যান আরাবুল। কিন্তু তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। মিনিট পাঁচেকের মধ্যেই সেখান থেকে ফিরতে হয়েছে তাঁকে।

Advertisement

তৃণমূল সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের পরে ভাঙড়ে জমি হারাচ্ছেন আরাবুল। সম্প্রতি দলেরই এক নেতার উপরে গুলি চালানোর ঘটনায় আরাবুলের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তাঁর গ্রেফতারের দাবিতে প্রকাশ্য সভাও করেছেন দলীয় কর্মীরা। দলে কোণঠাসা হয়েই আরাবুল দলনেত্রীর দ্বারস্থ হতে চেয়েছিলেন বলে দলের একাংশের বক্তব্য। আরাবুল অবশ্য বলেন, ‘‘মাঝে মধ্যেই দিদির সঙ্গে দেখা করতে আসি। আলাদা কোনও সমীকরণ খোঁজার মানে হয় না।’’ আর দলীয় কর্মীকে গুলির অভিযোগ নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘‘আমি মোটর সাইকেলে হেলমেট পরে কাউকে খুন করব! সব হাস্যকর অভিযোগ!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন