অধীরের জামা খোলা নিয়ে কটাক্ষ মমতার

জামা বাঁ হাতে ধরা। গায়ে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি। উপরে তোলা দু’হাতের পেশি ফোলানো। পাশে বন্‌ধ সমর্থক সতীর্থদের নিয়ে তিনি তেড়ে যাচ্ছেন পুলিশের দিকে। বুক চিতিয়ে মুখে বলছেন, ‘‘মারুন। ক্ষমতা থাকে তো আমার বুকে গুলি করুন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ১৭:০২
Share:

বহরমপুরে অধীর, লর্ডসে সৌরভ (ইনসেটে)।

জামা বাঁ হাতে ধরা। গায়ে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি। উপরে তোলা দু’হাতের পেশি ফোলানো। পাশে বন্‌ধ সমর্থক সতীর্থদের নিয়ে তিনি তেড়ে যাচ্ছেন পুলিশের দিকে। বুক চিতিয়ে মুখে বলছেন, ‘‘মারুন। ক্ষমতা থাকে তো আমার বুকে গুলি করুন।’’

Advertisement

বহরমপুরে দাঁড়িয়ে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে এ ভাবে দেখে হকচকিয়ে গিয়েছিলেন পুলিশ কর্মীরা। পিছিয়ে গিয়েছিলেন তাঁরা। এর ঘণ্টাখানেক পর সেখানকার পরিস্থিতি শান্ত হয়ে উঠলেও রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠল এই ঘটনাকে কেন্দ্র করে। এবং বিতর্কে জড়িয়ে পড়লেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অধীরের এ দিনের জামা খোলা প্রসঙ্গে মমতার কটাক্ষ, সৌরভকে যা মানায়, সবাইকে তা মানায় না। তিনি বলেন, ‘‘অনেকেই এখন সৌরভের মতো ছবি তুলছেন। কিন্তু, জানে না ছবি তুলতে তুলতে এক দিন নিজেই ছবি হয়ে যাবেন। বন্যেরা বনে সুন্দর। বাস্তবের মানুষরা বাস্তবে সুন্দর। ছবিটা এক বারই তোলার জন্য। এক বারই তোলা হবে। রাজনীতিতে এগুলো মানায় না। রাজনীতি করতে গেলে কতগুলো ন্যায় থাকা দরকার। রাজনৈতিক নেতাদের একাগ্রতা, নিষ্ঠা, সংগ্রাম থাকা দরকার। সৌরভ গঙ্গোপাধ্যায়কে যা মানায় সবাইকে তা মানায় না।’’ আর এখানেই বেধেছে বিপত্তি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে প্রাণে মারার হুমকি হিসেবেই দেখছেন অধীর। তিনি বলেন, ‘‘আমাকে খুনের ছক কষছেন মুখ্যমন্ত্রী। সেটা তাঁর মুখ দিয়ে বেরিয়ে পড়ল। এ রকম অনেককে ছবি করে তিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন।’’

Advertisement

ঘটনার সূত্রপাত এ দিন সকালে, বহরমপুরে ভূমি সংস্কার দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন জনা পঞ্চাশেক বন্‌ধ সমর্থনকারী। সেই সময় পুলিশ এসে লাঠি চালিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে। সেই খবর কিলোমিটারখানেক দূরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে পৌঁছয়। খবর পেয়েই নিজের গাড়িতে সেখান থেকে ঘটনাস্থলে পৌঁছন অধীর। গাড়ি থেকে নেমেই তিনি সমর্থকদের ভিড় ঠেলে এগিয়ে যান সামনের দিকে। কিছুটা এগিয়েই এ বার তিনি পুলিশের দিকে তেড়ে যান। সেই সময় জামার বোতাম একটা একটা করে খুলে তিনি গোটা জামাটাই বাঁ হাতে নিয়ে নেন। গেঞ্জি গায়ে এগিয়ে যান পুলিশের দিকে। বুক চিতিয়ে বলতে থাকেন, ‘‘মারুন। ক্ষমতা থাকে তো আমার বুকে গুলি করুন।’’

লর্ডসের মাঠে ২০০২-এ ভারতের জয়ের মুহূর্তে গায়ের জার্সি খুলে, তা হাতে নিয়ে শূন্যে পাক খাইয়েছিলেন তত্কালীন ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সেই জামা ওড়ানো নিয়ে বিতর্ক কম হয়নি। এ দিন মমতা সৌরভের সেই জামা ঘোরানোর কথাই মনে করিয়ে দিয়ে অদীরকে কটাক্ষ করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন