সাংবাদিকদের জন্য প্রকল্প মমতার

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সরকারি কর্মী ফেডারেশনের একটি সভায় মমতা এই ঘোষণা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৮
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়।

কর্মরত সাংবাদিকদের চাকরি চলে গেলে রাজ্য সরকার তাঁদের সর্বোচ্চ মাসিক ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন।নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সরকারি কর্মী ফেডারেশনের একটি সভায় মমতা এই ঘোষণা করেন।

Advertisement

সূত্রের খবর, এই প্রকল্প অনুযায়ীকোনও অপরাধমূলক কারণ ছাড়া কর্মরত অবস্থায় সাংবাদিকদের চাকরি চলে গেলে যাঁরা ১০ হাজার টাকার কম বেতন পান, তাঁদের সমপরিমাণ টাকা এবং যাঁরা ১০ হাজার বা তার বেশি টাকা বেতন পান, তাঁদের সর্বোচ্চ ১০ হাজার টাকা দু’বছরের জন্য দেওয়ার সংস্থান থাকবে। এ ছাড়া, কোনও সাংবাদিকের পথদুর্ঘনায় মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন দু’লক্ষ টাকা দেওয়া হবে বলে মমতা জানান। সাংবাদিকের স্বাভাবিক মৃত্যু হলে ৫০ হাজার টাকা তাঁর পরিবারকে দেবে রাজ্য সরকার। দুর্ঘটনায় অঙ্গহানি হলেও ন্যূনতম ৫০ হাজার টাকা সহায়তা মিলবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন