ভোটের ঘণ্টা বাজতেই মমতার প্রার্থী ঘোষণা, তালিকায় তারকার মেলা

বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক শেষ করে মমতা শুক্রবার এই প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন। প্রার্থী তালিকায় চমক একাধিক। দেখে নেওয়া যাক এক ঝলকে:

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ১৪:২৩
Share:

বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক শেষ করে মমতা শুক্রবার এই প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন। প্রার্থী তালিকায় চমক একাধিক। দেখে নেওয়া যাক এক ঝলকে:

Advertisement

হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল। বাঁকুড়ার বড়জোড়াতে প্রার্থী হচ্ছেন অভিনেতা সোহম। কালিম্পং-এ লড়ছেন হরকা বাহাদুর ছেত্রী। শিলিগুড়িতে তৃণমূলের টিকিটে লড়াই করবেন ভাইচুং ভুটিয়া। কার্শিয়ং-এ প্রার্থী হচ্ছেন শান্তা ছেত্রী। বালিতে তৃণমূলের টিকিট পাচ্ছেন জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়া। হুগলির পাণ্ডুয়াতে তৃণমূলের টিকিটে লড়বেন আর এক ফুটবলার। তিনি সদ্য তৃণমূলে যোগ দেওয়া রহিম নবি। ভাঙড়ে প্রার্থী হচ্ছেন রেজ্জাক মোল্লা এবং সিদ্দিকুল্লা প্রার্থী হচ্ছেন মঙ্গলকোটে।


আরও পড়ুন:

Advertisement

এ রাজ্যে কোথায়, কবে ভোট?

৪ এপ্রিল থেকে ৫ মে, কার্যত সাত দফায় ভোট বাংলায়, ফল ১৯ মে

লোকসভায় দলের নির্দেশ না মেনে বিতর্কে সৌগত

প্রার্থী তালিকা ঘোষণা করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কয়েকজন বিধায়ককে এ বার তৃণমূল টিকিট দিচ্ছে না। কয়েকজন বিধায়কের কেন্দ্র বদল করা হচ্ছে। যে বিধায়করা এ বার টিকিট পাচ্ছেন না, তাঁদের মধ্যে রয়েছেন সুলতান সিংহ এবং কে পি সিংহদেও। কেন্দ্র বদল হচ্ছে তমলুকের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের। তাঁর আসনে এ বার তৃণমূলের টিকিটে লড়বেন নির্বেদ রায়। সারদা কাণ্ডে অভিযুক্ত হয়ে দীর্ঘ দিন জেলে বন্দি থাকা মদন মিত্র কিন্তু এ বারও টিকিট পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কামারহাটি কেন্দ্র থেকেই লড়বেন মদন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন