Mamata Banerjee

‘জনগণ বলবে কে ঠিক’, মোদীকে পাল্টা বার্তা মমতার

তৃণমূল নেত্রীকে নিশানা করে নরেন্দ্র মোদীর একের পর এক আক্রমণের কিছু ক্ষণের মধ্যেই তার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৮
Share:

মোদীকে পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। —ফাইল চিত্র

সংশোধিত নাগরিকত্ব বিল (সিএবি) আইনে পরিণত হওয়ার পর থেকে দু’পক্ষের মধ্যে আক্রমণ ও প্রতি আক্রমণ চলছিল ঠারেঠোরে। কিন্তু, রবিবার দিল্লির রামলীলা ময়দানের মঞ্চে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে প্রধানমন্ত্রী মুখ খোলার পর মোদী-মমতা সংঘাতের পারদ যেন এক ঝটকায় অনেকটা চড়ে গেল। এ দিন তৃণমূল নেত্রীকে নিশানা করে নরেন্দ্র মোদীর একের পর এক আক্রমণের কিছু ক্ষণের মধ্যেই তার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি অভিযোগ করলেন, দেশ জুড়ে এনআরসি করা নিয়ে প্রকাশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উল্টো কথা বলছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে, দেশের মূল ভাবনার উপর কারা আঘাত হানতে চাইছে, সেই প্রশ্নও করেছেন তিনি।

Advertisement

এ দিন নিজের বক্তৃতার একটি বড় অংশ জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে গিয়েছেন নরেন্দ্র মোদী। দিল্লির রামলীলা ময়দানে তাঁর দীর্ঘ বক্তৃতা শেষ হতে না হতেই টুইটে পাল্টা তোপ দেগেছেন মমতাও। লিখেছেন, ‘আমি যা বলেছি তা জনতার সামনে বলেছি আর আপনি যা বলেছেন তার বিচার করবেন জনগণ। দেশ জুড়ে এনআরসি করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন প্রকাশ্যে তার উল্টো কথা বলছেন প্রধানমন্ত্রী। কে ভারতের মূল ভাবনাকে ভাগ করতে চাইছে? জনসাধারণ স্থির করবেন কে ঠিক আর কে ভুল।’

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকেই রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল। তাতে রাষ্ট্রপতির সই পেতেও দেরি হয়নি। কিন্তু, তা নিয়ে অনেকটা আগে থেকেই ক্ষোভ জমছিল দেশের বিভিন্ন অংশের মানুষের মধ্যে। আর ওই বিল আইনে পরিণত হতেই সেই ক্ষোভ কার্যত আছড়ে পড়ে দেশ জুড়ে। যার রেশ চলছে এখনও। সিএএ ও এনআরসি-র বিরোধিতায় বহু রাজ্যেই প্রতিবাদ-বিক্ষোভ-আন্দোলন চলছে। ঘটছে একের পর এক হিংসাত্মক ঘটনাও। এমনকি পুলিশের গুলিতে প্রতিবাদীদের মৃত্যুও ঘটেছে বলে অভিযোগ। কিন্তু, গত ১১ ডিসেম্বর সিএবি পাশের পর জল বহুদূর গড়ালেও তা নিয়ে এই প্রথম বার এত বড় বার্তা দিতে দেখা গেল নরেন্দ্র মোদীকে। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, দিল্লির নির্বাচনী প্রচারের মঞ্চকে কাজে লাগিয়ে আসলে দেশবাসীর কাছে নিজের কথা পৌঁছে দিতে চেয়েছেন মোদী। সেই সঙ্গে শান্তির বার্তাও দিতে চেয়েছেন তিনি।

Advertisement

সিএএ নিয়ে বিরোধীরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে বলেও এ দিন যেমন অভিযোগ করেছেন মোদী। তেমনই ওই প্রসঙ্গেই তিনি নিশানা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সিএএ, এনআরসি নিয়ে বিরোধীদের মধ্যে সবচেয়ে ধারাল আক্রমণ শানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। তাই, রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, নিজের বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই সবচেয়ে বেশি আক্রমণ করেন মোদী।

মোদীর বক্তব্যের রেশ মিলিয়ে যাওয়ার আগে পাল্টা তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সিএএ ও এনআরসি নিয়ে তৃণমূলও যে পিছু হাঁটবে না সে কথা ফের এক বার স্পষ্ট করে দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন