দলে অভিষেকের গুরুত্ব বাড়ার ইঙ্গিত

সাংগঠনিক নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নতুন কোনও পদ দেবেন কিনা তা মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানালেন না ঠিকই। কিন্তু তৃণমূলে অভিষেকের গুরুত্ব ও মর্যাদা বাড়ানোর ব্যাপারে যথেষ্ট ইঙ্গিত দিলেন দলনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০৩:৩৯
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়

সাংগঠনিক নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নতুন কোনও পদ দেবেন কিনা তা মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানালেন না ঠিকই। কিন্তু তৃণমূলে অভিষেকের গুরুত্ব ও মর্যাদা বাড়ানোর ব্যাপারে যথেষ্ট ইঙ্গিত দিলেন দলনেত্রী।

Advertisement

অভিষেক বর্তমানে তৃণমূলের যুব সভাপতি। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া জেলার পর্যবেক্ষক তিনি। সেই সঙ্গে তাঁকে মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর ও হাওড়া এবং হুগলী জেলার উপরেও নজর রাখতে বলেছেন মমতা। এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে মমতা জানিয়ে দিলেন, এ বার ত্রিপুরার দায়িত্বও থাকবে অভিষেকের উপর।

দলের নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়ার প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ডেরেক ও ব্রায়েন উত্তর-পূর্বের রাজ্যগুলো দেখবে। এ ব্যাপারে ওঁ মুকুল রায়ের সঙ্গে আলোচনা করে নেবে। ত্রিপুরায় সংগঠন দেখবেন সুব্রত বক্সি ও অভিষেক। ওঁরাও দরকারে মুকুলের সঙ্গে আলোচনা করে নেবেন।’’

Advertisement

এখন ত্রিপুরা সহ গোটা উত্তর-পূর্বের দায়িত্বে রয়েছেন মুকুলবাবু। কিন্তু মমতা এ দিন জানিয়ে দেন, মুকুলবাবু এখন থেকে উত্তরপ্রদেশ ও পঞ্জাবের সংগঠন দেখবেন।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এ দিন অভিষেক ঢুকতেই কর্মীদের মধ্যে সাড়া পড়ে যায়। তাঁর ঘনিষ্ঠরা দাবি করতে থাকেন, নেত্রীর পর এ দিন ‘ম্যান অব দ্য ম্যাচ’ অভিষেকই। তাঁদের এও বক্তব্য, আসলে সুব্রত বক্সির সঙ্গে যৌথ দায়িত্ব দিলেও আদতে ত্রিপুরার সংগঠন দেখবেন অভিষেকই। অন্যদিকে দলের অনেকের মতে, মুকুলবাবুর দায়িত্ব কিছুটা কঠিন হয়ে গেল। সদ্য উত্তরপ্রদেশে ৩২৪ টি আসন জিতেছে। বেছে বেছে সেখানেই কিনা মুকুলবাবুকে সংগঠনের দায়িত্ব দিলেন মমতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন