লগ্নি-আশ্বাস অম্বানীর

এ দিন রাতে প্রায় দেড় ঘণ্টা মুকেশের বাড়ি ‘অ্যান্টিলা’য় কাটিয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়ির দরজায় এসে তাঁকে স্বাগত জানান মুকেশ নিজে। তবে তাঁর স্ত্রী নীতা এ দিন ছিলেন না।

Advertisement

জগন্নাথ চট্টোপাধ্যায়

কলকাতা ও মুম্বই শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ০৩:৩৮
Share:

সাক্ষাৎ: মুকেশ অম্বানীর বাড়িতে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার। নিজস্ব চিত্র।

রাজ্যের জন্য লগ্নি টানতে দু’দিনের সফরে মুম্বই এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের মাটিতে পা দিয়েই তিনি বৈঠক করলেন রিলায়্যান্স কর্ণধার মুকেশ অম্বানীর সঙ্গে। তাঁর সংস্থা পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ করবে বলে মুকেশ এ দিন মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন। আগামী দু’দিনে আর্থিক বিশেষজ্ঞ থেকে বিভিন্ন ক্ষেত্রের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন মমতা। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে সফরের সূচনাতেই মুকেশের সঙ্গে সাক্ষাৎ এবং রিলায়্যান্সের পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি।

Advertisement

এ দিন রাতে প্রায় দেড় ঘণ্টা মুকেশের বাড়ি ‘অ্যান্টিলা’য় কাটিয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়ির দরজায় এসে তাঁকে স্বাগত জানান মুকেশ নিজে। তবে তাঁর স্ত্রী নীতা এ দিন ছিলেন না। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি সান ফ্রান্সিসকোয় গিয়েছেন। মুকেশেরও মঙ্গলবার সকালেই আমেরিকা চলে যাওয়ার কথা ছিল। কিন্তু মমতার সঙ্গে সাক্ষাতের জন্যই তিনি থেকে যান বলে সরকারি সূত্রের দাবি।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলার জন্য বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মুকেশ যেতে রাজি হয়েছেন। টেলিযোগাযোগ, পেট্রো রসায়ন শিল্পে রিলায়্যান্স রাজ্যে মোটা অঙ্কের বিনিয়োগ করেছে এবং আরও লগ্নির পরিকল্পনা করেছে। রাজারহাটে ওরা একটি ডেটা সেন্টার গড়তে চায়। সেই কাজ সম্পূর্ণ হলে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কয়েক হাজার কোটি বিনিয়োগও আসবে।’’

Advertisement

এ দফায় মমতার সঙ্গে এসেছেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। ২০১৩-র অগস্টেও মুম্বইয়ে এসে মুকেশের সঙ্গে দেখা করেছিলেন মমতা। সে বার অবশ্য দু’জনের আলাদা বৈঠক হয়নি। শিল্প সম্মেলনে হাজির ছিলেন, আদি গোদরেজ, ওয়াই সি দেবেশ্বর, সজ্জন জিন্দল, অশোক হিন্দুজার মতো বিশিষ্ট শিল্পপতিরা। এর পরে ২০১৬-র জানুয়ারিতে কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিয়েছিলেন মুকেশ।

আগামী বছর জানুয়ারির ১৬ ও ১৭ তারিখে নিউ টাউনে নবনির্মিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ফের বসবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আসর। দু’বছর আগে যখন শিল্প সম্মেলনে এসেছিলেন রিলায়্যান্স কর্ণধার, তখন রাজ্যে জিও-র ফোর-জি নেটওয়ার্ক তৈরির কাজ চলছিল। তখন টেলি নেটওয়ার্ক বিস্তারে রাজ্য সরকারের সহযোগিতার প্রশংসা করেছিলেন মুকেশ। ফলে সুসম্পর্কের ভিত একটা তৈরি ছিলই। সেই ভিতে দাঁড়িয়েই এ বার রাজ্যে নতুন লগ্নি করতে পারে রিলায়্যান্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন