ভুটানে পৌঁছলেন মমতা

চার দিনের ভুটান সফরে সোমবার সকালে পারো বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

দেবাশিস ভট্টাচার্য

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ১০:০৯
Share:

পারো বিমানবন্দরে অভ্যর্থনা মমতা বন্দ্যোপাধ্যায়কে।

চার দিনের ভুটান সফরে সোমবার সকালে পারো বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। চার দিনের এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেব এবং রাজ্যের মুখ্যসচিব-সহ কয়েক জন আমলার একটি প্রতিনিধি দল। সে দেশের রাজার আমন্ত্রণ রক্ষার পাশাপাশি বাণিজ্যিক সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে সেখানে গিয়েছেন মমতা। এই সফরে রাজা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। এ দিন সন্ধ্যাবেলায় তিনি সে দেশের প্রতিনিধিদের সঙ্গে একটি বাণিজ্যিক বৈঠকও করবেন বলেও জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement