Mamata Banerjee

‘২০ জুন বাংলা দিবস? কে ঠিক করে দিল?’ উত্তরপ্রদেশ থেকে চিঠি পেয়ে ক্ষুব্ধ মমতা, রাজ্যে কবে পালন, মনে করালেন তা-ও

২০ জুন বিভিন্ন রাজ্যের রাজভবনে ‘বাংলা দিবস’ পালিত হবে, এই মর্মে উত্তরপ্রদেশের রাজভবন থেকে চিঠি এসেছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগে। বুধবার তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ২০:২৮
Share:

নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আগামী ২০ জুন বিভিন্ন রাজ্যের রাজভবনে পালিত হবে ‘বাংলা দিবস’। এই মর্মে উত্তরপ্রদেশের রাজভবন থেকেও একটি চিঠি এসেছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগে। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, ‘বাংলা দিবস’ হিসাবে এই দিনটিকে কেন বেছে নেওয়া হল? কে তা ঠিক করে দিল? একে বাংলার প্রতি অসম্মান বলেও মনে করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

মমতা বলেন, ‘‘২০ জুন ‘বাংলা দিবস’ পালন করা হবে বলে উত্তরপ্রদেশের রাজভবন থেকে পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগে একটি চিঠি পাঠানো হয়েছে। ওই দিন প্রতি রাজ্যের রাজভবনেই ‘বাংলা দিবস’ পালন করা হবে। কিন্তু কে এই তারিখ ঠিক করে দিল? এই তারিখ কী ভাবে ঠিক করা হল?’’ ভারতের ইতিহাসে ২০ জুন তারিখের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে এর পর মমতা বলেন, ‘‘পরাধীন ভারতে ১৯৪৭ সালের ২০ জুন একটা আইন পাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বাংলা ভারতের সঙ্গে থাকবে এবং বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যাবে। কিন্তু দেশ স্বাধীন হয়েছে ওই বছরের ১৫ অগস্ট। তারও দু’মাস পর। বাংলার প্রতিষ্ঠা দিবস আপনারা ঠিক করে দেবেন? বিজেপি ইচ্ছামতো চাপিয়ে দেবে? এটা বাংলার চরম অসম্মান বলে আমরা মনে করছি।’’

পশ্চিমবঙ্গ সরকার ‘রাজ্য দিবস’ হিসাবে ইতিমধ্যে ১ বৈশাখকে স্বীকৃতি দিয়েছে। নবান্ন থেকে তা-ও মনে করিয়ে দিয়েছেন মমতা। বলেছেন, ‘‘বাংলা দিবস পালন করবে বাংলার সরকার। তা-ও ১ বৈশাখ। বছরের এই প্রথম দিনকে আমরা ‘বাংলা দিবস’ বলে ঘোষণা করেছি। বাংলার রাজ্য সঙ্গীতও ঘোষণা করা হয়েছে। বিধানসভায় তা পাশ হয়েছে। বাংলা দিবস বাংলার সরকারই পালন করবে। রাজভবনগুলো কেন করবে?’’

Advertisement

‘পশ্চিমবঙ্গ’ নামটি বদলানোর জন্য দীর্ঘ দিন ধরে সরব মমতা। অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই আবেদন গ্রাহ্য করছে না। বুধবার রাজ্য দিবসের কথা বলতে গিয়ে আরও এক বার এ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘‘নামের আদ্যক্ষরের জন্য আমাদের রাজ্যকে সব তালিকায় শেষে পড়ে থাকতে হয়। অনেক বছর ধরে নাম বদলানোর কথা বলেছি। মুম্বইয়ের নাম বদলাতে পারল, ওড়িশার নাম বদলাতে পারল, বাংলারটা কেন হবে না? যা যা করার সব তো করেছি। যা দিতে বলেছে, দিয়েছি। তিন-তিন বার বিল সংশোধন করে পাঠিয়েছি। বাংলা রাজ্য ভারতের মধ্যে পড়ে। পাকিস্তানে যদি পঞ্জাব থাকতে পারে, ভারতে কেন একটা বাংলা নামের রাজ্য থাকতে পারে না?’’

দেশে জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষে আগামী ২৫ জুন ‘সংবিধান হত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মুখ্যসচিব মনোজ পন্থের কাছে সেই মর্মে একটি চিঠি এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। মুখ্যমন্ত্রী জানান, এই দিবস পালনে তাঁর আপত্তি আছে। তাই বাংলায় এই দিবস পালিত হবে না। দেশে এখন প্রতি দিনই সংবিধান এবং গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ মমতার। তাঁর বক্তব্য, প্রতি দিনই ‘সংবিধান হত্যা দিবস’ পালন করা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement