Shantanu Thakur

মমতা ক্ষমা চান: শান্তনু

বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের আবার মত, “অনেক সময়ে বক্তৃতা দিতে গিয়ে ভুল শব্দ বেরিয়ে যায়। আমরা মুখ্যমন্ত্রীর কাছে লিখিত ভাবে আবেদন করছি, ভুল সংশোধন করে নিতে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২৩
Share:

কেন্দ্রীয় মন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। ফাইল চিত্র।

মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃত ভাবে ভুল উচ্চারণ করেছেন বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। এ জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন তিনি। দিন কয়েক আগে মালদহের এক সভায় মুখ্যমন্ত্রী হরিচাঁদ-গুরুচাঁদের নাম বিকৃত ভাবে উচ্চারণ করেছেন বলে অভিযোগ শান্তনুর।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তায় শান্তনু বলেন, “এই ইচ্ছাকৃত ব্যঙ্গাত্মক মন্তব্যের জন্য ওঁকে ক্ষমা চাইতে হবে।” বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় মতুয়াদের ঠাকুরবাড়িতে সাংবাদিক বৈঠক করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কর্মকর্তারা। তাঁরা জানান, মুখ্যমন্ত্রী ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ আন্দোলন চলবে।

বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের আবার মত, “অনেক সময়ে বক্তৃতা দিতে গিয়ে ভুল শব্দ বেরিয়ে যায়। আমরা মুখ্যমন্ত্রীর কাছে লিখিত ভাবে আবেদন করছি, ভুল সংশোধন করে নিতে।” তফসিলি ফেডারেশনের পক্ষ থেকেও এ দিন মুখ্যমন্ত্রীকে দুঃখ প্রকাশ করার আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “মুখ্যমন্ত্রী মতুয়াদের ভালবাসেন। উনি এমন কিছু বলেননি, যে ক্ষমা চাইতে হবে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন