Mamata Banerjee

কেন্দ্রীয় সরকার ‘বোবা-কালা’দের, ফের মোদীকে বিঁধলেন মমতা

নোট-কাণ্ডে মোদী সরকারকে ফের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে মূক ও বধিরদের সরকার বলে সোমবার কটাক্ষ করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ১৮:৪৭
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নোট-কাণ্ডে মোদী সরকারকে ফের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে মূক ও বধিরদের সরকার বলে সোমবার কটাক্ষ করেন তিনি।

Advertisement

এ দিন বাঁকুড়ায় সরকারি একটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সরকারি সেই মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘এই সরকার বোবা-কালার সরকার।’’ বাঁকুড়ার ফুলকুসমায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন ছোড়েন, ‘‘ভেনেজুয়েলায় নোট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু দেশের মানুষ অসুবিধার মধ্যে পড়ছে দেখে, পরে সেই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হয়। আমাদের দেশের মানুষকে এখন প্রতিটা দিন চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। তবে কেন কেন্দ্র সিদ্ধান্ত প্রত্যাহার করছে না?’’

আরও পড়ুন: আগামী ১১ দিনে ৫০০০ টাকার বেশি ব্যাঙ্কে জমা দেওয়া যাবে মাত্র এক বার

Advertisement

পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, একশো দিনের প্রকল্পের টাকা পেটিএম-এর মাধ্যমে পাঠানো যাবে না। তাঁর কথায়, ‘‘কোনও প্রকল্প চালু করে মানুষকে বিব্রত করে কোনও কোম্পানিকে কমিশন খাওয়ানোর পথ মসৃণ করার সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না দেশের জনগণ।’’ গরিব লোকের রক্ত চুষে অন্যকে কমিশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার, এমন অভিযোগও এ দিন তোলেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও ডাক দেন মমতা। তিনি বলেন, ‘‘এ রাজ্যে যদি কেই দাঙ্গা বাধানোর চেষ্টা করে, তবে সরকার তা কড়া হাতে দমন করবে। কোনও রকম উস্কানি সহ্য করা হবে না। শান্তিরক্ষা করতে আমরা বদ্ধ পরিকর।’’

এ দিন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক জনসভার পর রাতে মুকুটমণিপুরেই থাকার সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাল বারোঘুটুতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সেখানে তালড্যাংরার কলেজ, শুশুনিয়ায় রোপওয়ে-সহ বেশ কিছু প্রস্তাবিত প্রকল্প নিয়ে আলোচনার সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement