Mamata Banerjee

ভর্তিতে তোলাবাজি, অভিযোগের মধ্যেই আচমকা আশুতোষে মুখ্যমন্ত্রী

পুলিশ সূ্ত্রে খবর, ধৃত ছাত্রনেতাদের জেরা করতে গিয়েই বেরিয়ে এসেছে ‘আসল গল্প’। এই অভিযুক্ত ছাত্রনেতাদের পিছনে রয়েছে কোনও না কোনও স্থানীয় তৃণমূল নেতা। জেরায় উত্তর কলকাতার দুই নেতার সঙ্ঘাতও সামনে এসেছে। উত্তর কলকাতার মত একই হাল মধ্য ও দক্ষিণ কলকাতাতেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৮ ১৪:৩০
Share:

আশুতোষ কলেজে মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র।

কলেজে কলেজে ভর্তি নিয়ে শাসক দলের ছাত্র নেতাদের একের পর এক তোলাবাজির ঘটনা প্রকাশ্যে চলে আসায় তা যারপরনাই বিড়ম্বনা বাড়িয়েছে খোদ তৃণমূল নেত্রীর।

Advertisement

সোমবার বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে হঠাৎই আশুতোষ কলেজে ভর্তি প্রক্রিয়া পরিদর্শনে যান তিনি। কলেজ থেকে বেরিয়ে তিনি বলেন, “কেউ টাকা পয়সা নিয়ে ভর্তি করলে বা ভর্তির প্রতিশ্রুতি দিলে আমি তাঁদের সেটা করতে না করব। তার পরেও যদি তাঁরা করেন তা হলে সরকার ব্যবস্থা নেবে।”

গত কয়েক দিন ধরেই ভর্তি নিয়ে এই তোলাবাজির বিরুদ্ধে তিনি দলীয় স্তরে হুঁশিয়ারি দিয়েছেন। কলকাতা ও রাজ্য পুলিশকেও কড়া ব্যবস্থা নিতে বলেছেন। কিন্তু তার পরেও একের পর এক অভিযোগ আসছে কলকাতার বিভিন্ন কলেজ থেকে এবং প্রতিটি ক্ষেত্রেই শাসক দলের ছাত্র নেতাদের বিরুদ্ধেই অভিযোগ। শনিবার কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল রীতেশ জায়সবাল এবং লালসাহেব গুপ্ত নামে মণীন্দ্র কলেজের দুই ছাত্রনেতাকে। রবিবার পাকড়াও করা হয় তোলাবাজি সিন্ডিকেটের আর এক পান্ডা জয়পুরিয়া কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক তিতান সাহাকে।

Advertisement

পুলিশ সূ্ত্রে খবর, ধৃত ছাত্রনেতাদের জেরা করতে গিয়েই বেরিয়ে এসেছে ‘আসল গল্প’। এই অভিযুক্ত ছাত্রনেতাদের পিছনে রয়েছে কোনও না কোনও স্থানীয় তৃণমূল নেতা। জেরায় উত্তর কলকাতার দুই নেতার সঙ্ঘাতও সামনে এসেছে। উত্তর কলকাতার মত একই হাল মধ্য ও দক্ষিণ কলকাতাতেও।

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: ভর্তি-কাণ্ডে নড়ে বসল টিএমসিপি

সোমবার আশুতোষ কলেজে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ কর্তৃপক্ষ ছাড়াও কথা বলেন ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে। তিনি বলেন, “আমার কলেজ তাই এসেছিলাম। আমিও দীর্ঘ দিন ছাত্র রাজনীতি করেছি। আমরা ছাত্র-ছাত্রীদের সহায়তা করতাম। এখানে আমি কোনও অভিযোগ পাইনি। অনলাইনে কোনও সমস্যা নেই। প্রত্যেক ছাত্র সংসদের কাছে আমার অনুরোধ, ছাত্র-ছাত্রীদের সহায়তা করুন।”

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে কলেজে জুলুমের অভিযোগ, ধৃত জয়পুরিয়ার ‘দাদা’

মুখ্যমন্ত্রী এ দিন ইঙ্গিত দিয়েছেন, শুধু আশুতোষ নয়, তিনি আগামী দিনে বিভিন্ন কলেজে আচমকাই এ রকম পরিদর্শনে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন