West Bengal News

আমার ধৈর্যকে দুর্বলতা ভাববেন না: কঠোর হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ফেসবুকে আপত্তিকর কিছু পোস্ট হলে তার প্রতিবাদটা ফেসবুকেই সীমাবদ্ধ থাকা উচিত, রাস্তায় নেমে গোলমাল পাকানো বরদাস্ত করা যায় না। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী এমনই বার্তা দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ২২:৫৮
Share:

গুন্ডামি বরদাস্ত করব না, দুই সম্প্রদায়কেই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ছবি: পিটিআই

বাদুড়িয়া-সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে চলতে থাকা অশান্তির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে আপত্তিকর কিছু পোস্ট হলে তার প্রতিবাদটা ফেসবুকেই সীমাবদ্ধ থাকা উচিত, রাস্তায় নেমে গোলমাল পাকানো বরদাস্ত করা যায় না। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী এমনই বার্তা দিয়েছেন। কোনও ক্ষয়ক্ষতি ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে চান বলে তিনি ধৈর্য দেখাচ্ছেন। সেই ধৈর্যকে দুর্বলতা ভাবলে ভুল হবে। এ দিন এমন হুঁশিয়ারিও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন।

Advertisement

‘‘দুই সম্প্রদায়ের নেতাদেরই বলছি, কান থাকলে কান দিয়ে শুনুন, চোখ থাকলে চোখ দিয়ে দেখুন, আপনাদের জন্য আমাকে আজকে অনেক অসম্মানিত হতে হয়েছে। আমি কিন্তু এই গুন্ডামি বরদাস্ত করব না।’’ মুখ্যমন্ত্রী এ দিন এই ভাবেই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘‘বাদুড়িয়ায় কাল সারা দিন ধরে বোঝানোর চেষ্টা হয়েছে। আমি মানুষের উপর গুলি চালাতে পারি না। পাঁচ জন, দশ জন হলে নিয়ন্ত্রণ করা যায়। গোটা সম্প্রদায় রাস্তায় নেমে পড়েছে, পুলিশ গুলি চালালে ১০০ জন মারা যাবে।’’ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি যাতে না হয়, তা নিশ্চিত করতেই পুলিশ বুঝিয়ে-সুঝিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। তিনি বলেন, ‘‘আমি ধৈর্য ধরছি। কিন্তু আমার ধৈর্যকে দুর্বলতা ভাববেন না।’’

আরও পড়ুন: বেনজির সঙ্ঘাত! রাজ্যপাল আমাকে অপমান করেছেন: তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর

Advertisement

একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এত বড় অশান্তি যে কোনও ভাবেই মেনে নেওয়া যায় না, মুখ্যমন্ত্রী সে কথা এ দিন স্পষ্ট করে জানিয়েছেন। তিনি বলেন, ‘‘কত ফেসবুক পোস্ট আমি আটকাব? লক্ষ লক্ষ মানুষ ফেসবুক করছেন। কেউ ফেসবুকে আপত্তিকর কিছু লিখলে ফেসবুকেই তার প্রতিবাদ কর, তার বিরোধিতা কর। তা না করে রাস্তা নেমে পড়ল দু’পক্ষ।’’ বাদুড়িয়ার, স্বরূপনগর, বসিরহাট-সহ বিস্তীর্ণ এলাকায় যে অশান্তি চলছে, মুখ্যমন্ত্রী তার তীব্র নিন্দা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement