মাসের শেষে জয়নগরের কাছে সভা করবেন মমতা

এ মাসের শেষে তিন দিনের সরকারি কর্মসূচিতে দক্ষিণ ২৪ পরগনায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মসূচি হলেও জয়নগর লাগোয়া দক্ষিণ বিষ্ণুপুরে তাঁর কর্মসূচি নিয়ে রাজনৈতিক কারণও দেখছেন দলীয় নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০৪:৩৫
Share:

এ মাসের শেষে তিন দিনের সরকারি কর্মসূচিতে দক্ষিণ ২৪ পরগনায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মসূচি হলেও জয়নগর লাগোয়া দক্ষিণ বিষ্ণুপুরে তাঁর কর্মসূচি নিয়ে রাজনৈতিক কারণও দেখছেন দলীয় নেতৃত্ব। সম্প্রতি দলের গোষ্ঠীদ্বন্দ্বে জয়নগরে তৃণমূলের এক কর্মী-সহ তিন জন খুন হন।
গত বৃহস্পতিবার এখানেই স্থানীয় বিধায়ক বিশ্বনাথ ঘোষের গাড়ি ঘিরে হামলা করে দুষ্কৃতীরা। বিধায়ক গাড়িতে না থাকলেও তাঁর চালকসহ এক স্থানীয় পদাধিকারী খুন হন। একই সঙ্গে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়।

Advertisement

ঘটনায় তৃণমূলের অভন্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসে। শুধু তাই নয়, ভরসন্ধ্যায় এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করে আইশৃঙ্খলা নিয়েও। পঞ্চায়েত ভোটের সময় থেকে শুরু তৃণমূলের দুই গোষ্ঠীর বিরোধ এই চেহারা নেওয়ার পর নড়েচড়ে বসেছেন শাসক দলের শীর্ষনেতৃত্বও। জেলা দলের অনেকেই মনে করছেন, দল ও প্রশাসনকে একযোগে বার্তা দিতেই এই কর্মসূচির জন্য জয়নগরকে বেছে নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে খবর, নামখানায় কর্মসূচি সেরে সাগরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। গঙ্গাসাগর মেলা সংক্রান্ত প্রস্তুতি ছাড়াও সেখানে সরকারি কর্মসূচি রয়েছে তাঁর। দক্ষিণ ২৪ পরগনা জেলা দলের কাছে যে কর্মসূচি রয়েছে তাতে প্রশাসনিক বৈঠক হবে দক্ষিণ বিষ্ণুপুরে। আগামী ২৬ তারিখ নামখানায় প্রশাসনিক বিলিবন্টনের সভা করার কথা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন