আজ, ইন্ডোরে মমতার বৈঠক

লোকসভা ভোটের আগে ব্রিগেডে বিজেপি-বিরোধী দলগুলিকে একমঞ্চে আনতে চান মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ০৫:২৫
Share:

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

জানুয়ারিতে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করতে আজ, শুক্রবার দলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

লোকসভা ভোটের আগে ব্রিগেডে বিজেপি-বিরোধী দলগুলিকে একমঞ্চে আনতে চান মমতা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই অ-বিজেপি বিভিন্ন দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন তিনি। সেই প্রক্রিয়া আগামী দু’মাসে আরও ত্বরান্বিত করতে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যের তৃণমূল নেতাদেরও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই বৈঠকে হাজির থাকার কথা।

গত ২১ জুলাইয়ের মঞ্চেই মমতা স্লোগান তুলেছিলেন, ‘‘২০১৯, বিজেপি ফিনিশ।’’ সেই স্লোগান বাস্তবায়নে কী ভাবে জেলায় জেলায় বিজেপি মোকাবিলায় সাংগঠনিক শক্তি বাড়াতে হবে, তার দিকনির্দেশ এই বৈঠক থেকে মমতা দিতে পারেন বলে দলের একাংশের ধারণা। রাজ্যে এবং রাজ্যের বাইরে জনসংযোগে জোর দিতেও মমতা নির্দেশ দিতে পারেন বলে দলীয় সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement