Oath ceremony

রবিবার নয়, মমতার মন্ত্রিসভার শপথ সোমবার

সোমবার শপথ নেওয়ার পরই মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে। ওই দিন বেলা ৩টে থেকে শুরু হবে বৈঠক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১৮:৩৫
Share:

পশ্চিমবঙ্গের বিধানসভা নিজস্ব চিত্র

রবিবার নয়, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন আগামী সোমবার। রাজভবন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সোমবার সকাল ১১টায় রাজভবনে মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে কোভিড সংক্রমণের জন্য শপথ অনুষ্ঠান হবে সংক্ষিপ্ত।

Advertisement

গত বুধবার রাজভবনে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্ত্রিসভার বাকি সদস্যদের ওই দিন শপথ গ্রহণ হয়নি। বাকি মন্ত্রীদের রবিবার শপথ নেওয়ার কথা ছিল। রাজভবন সূত্রে খবর, রবিবার নয় মমতার মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নেবেন। ওই দিন বেলা ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। শপথ নেবেন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরা। অন্য দিকে, এ বার কোভিডের কারণে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান জাকজমক পূর্ণ হবে না বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। কোভিড বিধি মেনেই সমস্ত অনুষ্ঠান হবে। মমতার শপথ গ্রহণও কড়া কোভিড বিধি মানা হয়েছিল।

সূত্রের খবর, সোমবার শপথ নেওয়ার পরই মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে। ওই দিন বেলা ৩টে থেকে শুরু হবে বৈঠক। সেখানেই নতুন মন্ত্রীদের কাজ নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে, কারা কারা মমতার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তা এখনও জানানো হয়নি। তৃণমূল সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি থাকবে অনেক নতুন মুখও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন