সংবিধানের মূল ভাবধারাই বিপন্ন, টুইটে খোঁচা মমতার

অসহিষ্ণুতা ইস্যুতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে ঘুরপথে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান দিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর টুইট, আসুন সবাই মিলে রক্ষা করি দেশের সংবিধানের মূল ভাবধারা— বৈচিত্রের মধ্যে ঐক্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ১২:১২
Share:

অসহিষ্ণুতা ইস্যুতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে ঘুরপথে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান দিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর টুইট, আসুন সবাই মিলে রক্ষা করি দেশের সংবিধানের মূল ভাবধারা— বৈচিত্রের মধ্যে ঐক্য।

Advertisement

বুধবার রাত ৯টা ২৯ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন। সকলকে সংবিধান দিবসের শুভেচ্ছা জানান তিনি। পরের লাইনেই তাঁর আহ্বান, দেশের সংবিধানের মূল ভাবধারাকে রক্ষা করতে হবে। ধর্মীয় অসহিষ্ণুতাকে বিজেপি তথা মোদী সরকার প্রশ্রয় দিচ্ছে বলে যখন দেশজোড়া বিতর্ক চলছে, তখন সংবিধান দিবসকে উপলক্ষ্য করে তৃণমূলনেত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে বলতে চেয়েছেন যে বিজেপি জমানায় দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্রই বিপন্ন। বলছে রাজনৈতিক শিবির।

অসহিষ্ণুতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ খোলা এই প্রথম নয়। কলকাতা আন্তর্জাতিক চল্লচিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চেও এই ইস্যুতে মোদী সরকারকে খোঁচা দিতে ছাড়েননি তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন