Dengue

ডেঙ্গি নিয়ে ভুল তথ্য দেবেন না, ল্যাবগুলিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

সঙ্গে এও কবুল করেছেন, ডেঙ্গি বা অজানা জ্বরের মোকাবিলায় রাজ্যের বেশ কিছু পুরসভা তাদের দায়িত্ব পালন করছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ১৯:০৯
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়।— ফাইল চিত্র।

ডেঙ্গি নিয়ে ল্যাবগুলি যাতে ভুল তথ্য না দেয়, সে জন্য তাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ডেঙ্গি ও অজানা জ্বর নিয়ে পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য ও প্রশাসনিক কর্তাদের নিয়ে বৃহস্পতিবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর মমতার দাবি, ‘‘ডেঙ্গি নিয়ে ব্যবসায়িক স্বার্থে বেশ কিছু লাইসেন্সপ্রাপ্ত ল্যাবরেটরি ভুল তথ্য দিচ্ছে।’’

Advertisement

ডেঙ্গি মোকাবিলায় অবশ্য রাজ্যবাসীকে সতর্কও করেছেন মমতা। বলেছেন, ‘‘নিজের যত্ন নিজে নিন। সতর্ক থাকুন।’’

আরও পড়ুন: নতুন রূপ নিয়ে হাজির ডেঙ্গি, বাড়ছে আতঙ্ক

Advertisement

সঙ্গে এও কবুল করেছেন, ডেঙ্গি বা অজানা জ্বরের মোকাবিলায় রাজ্যের বেশ কিছু পুরসভা তাদের দায়িত্ব পালন করছে না।

আরও পড়ুন: জ্বরে মৃত্যু, দেগঙ্গা ছাড়ছেন অনেকে

এ দিনের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, গত ৭-৮ মাসে ডেঙ্গি ও অজানা জ্বরে বাংলায় ৩০ জনের মৃত্যু হয়েছে। যদিও এই সময়ে লখনউ (১৪১ জন), দিল্লি (২১ জন), তামিলনাড়ুতে (৪০ জন) মৃত্যুর সংখ্যা বেশ খানিকটা বেশি।এমনকী, মহারাষ্ট্রে সোয়াইন ফ্লুতে ৪৩৭ জনের মৃত্যু হয়েছে বলেও জানান মমতা।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, গত ৭-৮ মাসে ডেঙ্গি বা অজানা জ্বরে বিধাননগরে দু’জনের মৃত্যু হয়েছে। তবে, বিধানগরে যে সব অফিস কেন্দ্রীয় সরকারের অধীন, সেগুলি পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেন্দ্রের। তবে, ডেঙ্গি বা অজানা জ্বরে সাম্প্রতিক সময়ে দেগঙ্গায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও মমতার দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন