Mamata Banerjee news

মমতা শুধু সুদীপের জন্যই ওড়িশা যাবেন, অন্য কোনও অঙ্ক নেই : পার্থ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়িশা সফরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুবনেশ্বর সফরের কোনও যোগ নেই। তিনি শুধুমাত্র অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতেই ভুবনেশ্বর যাচ্ছেন, দাবি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ১৭:২৩
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়িশা সফরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুবনেশ্বর সফরের কোনও যোগ নেই। তিনি শুধুমাত্র অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতেই ভুবনেশ্বর যাচ্ছেন, দাবি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার ওড়িশা যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়িশা সফর শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী ভুবনেশ্বর ছাড়ার এক দিন পরেই বাংলার মুখ্যমন্ত্রী ওড়িশা সফরে যাচ্ছেন বলে বিষয়টির মধ্যে অনেকে রাজনৈতিক অঙ্ক খোঁজার চেষ্টা করছেন, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু এই দু’টি বিষয়ের মধ্যে যে কোনও সংযোগ নেই, রবিবার সাংবাদিক সম্মেলন করে তা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করলেন পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন: সুদীপের অবস্থা খুবই খারাপ, যাবেন মমতা

এদিন পার্থবাবু জানান, তিনি এবং সুব্রত বক্সী এর আগে অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে এসেছেন। তখনই সুদীপ অনুরোধ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেন এক বার তাঁকে দেখতে যান। এ দিন এমনই জানিয়েছেন পার্থবাবু। তৃণমূল মহাসচিব জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। দু’দিন আগে শরীরে একটি সংক্রমণও হয়েছে। সুদীপবাবুর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে বার বার অনুরোধ করেছেন যাতে তিনি নিজে ভুবনেশ্বরে গিয়ে একবার সুদীপবাবুকে দেখে আসেন। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী ভুবনেশ্বরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি। সুদীপবাবুর শারীরিক অবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ উদ্বিগ্ন বলেও জানান তিনি।

Advertisement

আরও পড়ুন: বঙ্গ জয়েই বিজেপি-র স্বর্ণযুগ আসবে: অমিত শাহ

রোজভ্যালি-কাণ্ডের তদন্তে নেমে গত ৩ জানুয়ারি সুদীপবাবুকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। সুদীপ এখন জেল হেফাজতে রয়েছেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে অ্যাপোলো হাসপাতালে রাখা হয়েছে।

অন্য দিকে, বিজেপি’র জাতীয় কর্ম সমিতির দু’দিনের বৈঠকে যোগ দিতে ভুবনেশ্বর গিয়েছিল নরেন্দ্র মোদী। আজ রবিবারই বৈঠক সেরে তিনি দিল্লি ফিরে যাচ্ছেন। আর তার পর ২৪ ঘণ্টা বিরতি দিয়েই ভুবনেশ্বরে হাজির হচ্ছেন মমতা। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ওড়িশাতে পৌঁছে কোনও জনসভা করবেন না। প্রধানমন্ত্রীর সফরের ঠিক পরেই মুখ্যমন্ত্রীর ভুবনেশ্বর সফর ঘিরে একটা রটনা রটেছে, যা একেবারে ঠিক নয়। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন