মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুঙ্গদের দেখা করা নিয়ে অনিশ্চয়তা কাটেনি

মমতার সফর ঘিরে তৎপরতা শুরু

মুখ্যমন্ত্রীর আসন্ন উত্তরবঙ্গ সফরের কথা মাথায় রেখেই ৪ জেলায় নানা তোড়জোর শুরু হয়েছে। কোথাও যুদ্ধকালীন তৎপরতায় ঘর ভাড়া নিয়ে সরকারি অফিস খোলানোর প্রস্তুতি চলছে। কোথাও রাত জেগে কন্যাশ্রী, পাট্টা বিলির হিসেব কষা হচ্ছে। আবার মুখ্যমন্ত্রীর সফরের অনেকটাই যে হেতু সড়ক পথে হওয়ার কথা তাই গর্ত বোজানোর দিকেও চলছে নজরদারি। পুলিশের তরফেও নিরাপত্তা নিশ্ছিদ্র করতে মালদহ থেকে দার্জিলিং চলছে প্রস্তুতি। কারণ, মুখ্যমন্ত্রীর এবারের সফরের তালিকায় যথাক্রমে রয়েছে মালদহ, রায়গঞ্জ ও ও দার্জিলিং।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৩:৩৯
Share:

মুখ্যমন্ত্রীর আসন্ন উত্তরবঙ্গ সফরের কথা মাথায় রেখেই ৪ জেলায় নানা তোড়জোর শুরু হয়েছে। কোথাও যুদ্ধকালীন তৎপরতায় ঘর ভাড়া নিয়ে সরকারি অফিস খোলানোর প্রস্তুতি চলছে। কোথাও রাত জেগে কন্যাশ্রী, পাট্টা বিলির হিসেব কষা হচ্ছে। আবার মুখ্যমন্ত্রীর সফরের অনেকটাই যে হেতু সড়ক পথে হওয়ার কথা তাই গর্ত বোজানোর দিকেও চলছে নজরদারি। পুলিশের তরফেও নিরাপত্তা নিশ্ছিদ্র করতে মালদহ থেকে দার্জিলিং চলছে প্রস্তুতি। কারণ, মুখ্যমন্ত্রীর এবারের সফরের তালিকায় যথাক্রমে রয়েছে মালদহ, রায়গঞ্জ ও ও দার্জিলিং।

Advertisement

সরকারি সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ১৫ জুন কলকাতা থেকে শতাব্দী এক্সপ্রেসে মালদহে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রাতে প্রশাসনিক বৈঠক করার কথা মালদহের দূর্গাকিঙ্কর সদনে। পর দিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গিয়ে সেই জেলার উন্নয়ন নিয়ে বৈঠকে বসার কথা সে দিনই মুখ্যমন্ত্রীর সড়ক পথেই শিলিগুড়ি গিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-ভানু হলে গোটা উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করারা কথা। সেখান থেকে রাতেই দার্জিলিঙে পৌঁছে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। না হলে ১৭ জুন সড়ক পথে দার্জিলিং যেতে পারেন তিনি। পাহাড়ে তামাঙ্গ, লেপচা বোর্ডের প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করে কাজকর্মের খতিয়ান নিয়ে আলোচনায় বসার কথা। ১৮ জুন দার্জিলিঙের থাকার কথা মুখ্যমন্ত্রীর। ১৯ জুন শিলিগুড়ি হয়ে বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফেরার কথা তাঁর।

প্রশাসনিক সূত্রেই জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে তাঁর যাত্রাপথের কোথায় সংস্কার দরকার, তা নিয়ে একটি তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মালদহ থেকে রায়গঞ্জ, সেখান থেকে ইসলামপুর হয়ে শিলিগুড়ি, এই পথের অন্তত ৫০টি জায়গায় গর্ত হয়ে গিয়েছে। মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। তার জেরে নিত্য অবরোধে জেরবার বাসিন্দারা। সে জন্য, পূর্ত দফতরের অফিসারদের একাংশ ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলেছেন।

Advertisement

মালদহে চলছে কন্যাশ্রী সহ নানা প্রকল্পের কাজের অগ্রগতির খতিয়ান তৈরির কাজ। প্রশাসনিক সূত্রের খবর, সরকারি প্রকল্পের খতিয়ান ছাড়াও আসন্ন বর্ষায় কোথায় ভাঙন, বন্যা পরিস্থিতি হতে পারে তার আশঙ্কা নিয়েও তথা-পরিসংখ্যান পেশ করা হতে পারে মুখ্যমন্ত্রীর সামনে।

দার্জিলিঙে তামাঙ্গ এবং লেপচা উন্নয়ন বোর্ডের কর্তারা মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশের প্রস্তুতি নিয়েছেন। সরকারি তরফেও চলছে তৎপরতা। প্রশাসনিক সূত্রের খবর কার্শিয়াঙে অসামরিক প্রতিরক্ষা দফতরের একটি অফিস হওয়ার কথা ছিল। চলতি সফরে মুখ্যমন্ত্রী সেটির উদ্বোধন করতে চান বলে একটি সরকারি সূত্রেই দাবি করা হয়েছে। সে জন্য জরুরি ভিত্তিতে একটি বাড়ি ভাড়া করে দফতর সাজতে আসরে নেমেছেন অনেকেই। পাহাড়ের তৃণমূল নেতাদের প্রস্তুতিও তুঙ্গে। তৃণমূলের এক নেতা জানান, কার্শিয়াঙে অসমারিক প্রতিরক্ষা দফতরের অফিস ও অফিসার-কর্মী নিয়োগের কাজ চলতি সফরে হবে বলে শুনেছেন তাঁরাও।

তবে সরকারি কর্মসূচি থাকলেও জিটিএ-র তরফে পাহাড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া হবে কি না, তা অবশ্য স্পষ্ট নয়। জিটিএ-র কেউ বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। কারণ, মদন তামাঙ্গ হত্যা মামলায় জড়িত সন্দেহে বিমল গুরুঙ্গ, তাঁরা স্ত্রী আশা দেবী, রোশন গিরি, হরকাবাহাদুর ছেত্রী, বিনয় তামাঙ্গ সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। আদালত সিবিআইয়ের আর্জি মেনে গুরুঙ্গদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে। গুরুঙ্গদের আগাম জামিনের আবেদন উচ্চ আদালতে জমা পড়েছে। এই অবস্থায়, দলের কেন্দ্রীয় কমিটিতে আলোচনা না করে মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের সময়ে দেখা করা হবে কি না, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে এক মোর্চা নেতা জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন