Suicide Attempt

দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ, আত্মহত্যার চেষ্টা যুবকের! নেপথ্যে কি পারিবারিক অশান্তি?

পুলিশ সূত্রে খবর, হাওড়া থেকে কলকাতা যাওয়ার পথে সেতুর মাঝখানে স্কুটার থামিয়ে হঠাৎ রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেন বছর চল্লিশের ওই যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৬
Share:

দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। —ফাইল ছবি।

দ্বিতীয় হুগলি সেতু থেকে আবার গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা! শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। ওই যুবককে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কেন ওই যুবক আত্মহত্যা করতে গিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, হাওড়া থেকে কলকাতা যাওয়ার পথে সেতুর মাঝখানে স্কুটার থামিয়ে হঠাৎ রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেন বছর চল্লিশের ওই যুবক। সেই সময় গঙ্গায় মাছ ধরছিলেন মাঝিরা। তাঁরাই ওই যুবককে উদ্ধার করেন। খবর দেওয়া হয় রিভার ট্র্যাফিক পুলিশে। সঙ্গে সঙ্গেই ওই যুবককে এসএসকেএমে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি সুস্থ হওয়ার পর তাঁর বাড়িতে খবর দেওয়া হবে। ঘটনাস্থল থেকে স্কুটিটি উদ্ধার করে হেস্টিংস থানায় যাওয়া হয়েছে। পারিবারিক অশান্তির জেরে এই আত্মহত্যা কি না, তা তদন্ত করে দেখছে লালবাজার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement