Knife Attack in New Town

ছুটি নিয়ে বিবাদ, নিউ টাউনে কারিগরি ভবনে ছুরি নিয়ে সহকর্মীদের উপর হামলা, ধৃত অভিযুক্ত

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকাই এক ব্যক্তিকে কারিগরি ভবন থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখা যায়। চিৎকার করতে করতে বেরিয়ে আসছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৪
Share:

(বাঁ দিকে) অফিসের ভিতরে রক্তারক্তি কাণ্ড। (ডান দিকে) অভিযুক্ত অমিত কুমার সরকার। নিজস্ব চিত্র।

ছুটি নিয়ে বিবাদের জেরে অফিসে ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল নিউ টাউনে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকাই এক ব্যক্তিকে কারিগরি ভবন থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখা যায়। চিৎকার করতে করতে বেরিয়ে আসছিলেন তিনি। হাতে ধরা ছিল একটি ছুরি। সেই ছুরিতে রক্তমাখা।

Advertisement

এক ব্যক্তিকে রক্তমাখা ছুরি নিয়ে বেরিয়ে আসতে দেখেন তাঁরা। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি কারিগরি ভবনের কর্মী। সহকর্মীদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ। তাঁর ছুরির আঘাতে চার জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয়েরাই পুলিশে খবর দেন। টেকনো সিটি থানার পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম অমিত কুমার সরকার। কারিগরি ভবনের চার তলায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে। ছুটি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা বলে ওই ভবনের অনেকে দাবি করলেও ঠিক কী কারণে অমিত কুমার হামলা চালালেন তা খতিয়ে দেখছে পুলিশ। তবে অমিতের নিজের অভিযোগ, চার মাসের মাইনে পাননি। তাঁকে এর আগে মারধর করা হয়েছিল। তাই আত্মরক্ষার্থে ছুরি ব্যবহার করেছেন। অমিতের কোনও মানসিক সমস্যা রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement