Howrah Murder

স্ত্রীকে নিয়ে পালিয়েছিলেন বন্ধু, বদলা নিতে বাড়িতে খানাপিনার আসরে ডেকে কুপিয়ে খুন করে দিলেন স্বামী! হাওড়ায় চাঞ্চল্য

মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনের ঘটনা। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঘটে। খুনে অভিযুক্ত যুবক বিকাশ চৌধুরী ওরফে মনুকে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৫:৫২
Share:

—প্রতীকী চিত্র।

ন’মাস আগে স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বন্ধু। প্রতিশোধ নিতে বাড়িতে খানাপিনার আসরে ডেকে সেই বন্ধুকে খুন করলেন স্বামী।

Advertisement

মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনের ঘটনা। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঘটে। খুনে অভিযুক্ত যুবক বিকাশ চৌধুরী ওরফে মনুকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার তাঁকে হাওড়ার আদালতে হাজির করিয়ে সাত দিনে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। নিহত রবি প্রসাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসি (সেন্ট্রাল) বিশ্বজিৎ মাহাতো বলেন, ‘‘বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন।’’

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বন্ধুবান্ধবদের ডেকে নিজের তিনতলা বাড়ির ছাদে খানাপিনার আসর বসিয়েছিলেন বিকাশ। সেখানে হাজির হয়েছিলেন রবিও। সেখানে দু’জনের তুমুল বচসা হয়। অভিযোগ, সকলের সামনেই বিকাশকে হুমকি দেন রবি। সেই সময়েই রবির উপর চড়াও হয়ে তাঁকে এলোপাথাড়ি কোপান বিকাশ। রবি পালানোরও চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হন। জখম অবস্থায় সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়েরাই পুলিশে খবর দিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তারা। বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদও করা হয়। এর পরেই গ্রেফতার করা হয় বিকাশকে। পুলিশ সূত্রে খবর, ধৃত খুনের কথা কবুল করেছেন।

শুক্রবার বিকাশকে আদালতে হাজির করানোর সময় তিনি বলেন, ‘‘আমার স্ত্রীর বয়ফ্রেন্ড ছিল রবি। আমাকেও মারধর করত। গতকাল (বৃহস্পতিবার)-ও মারতে এসেছিল। নিজেকে বাঁচাতে ছুরি চালিয়েছি।’’

ঘটনার পুনর্নির্মাণও করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, শুধুই বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন না কি নেপথ্যে অন্য কারণও রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য কেউ জড়িত কি না, দেখা হচ্ছে তা-ও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement