এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
সাড়ে তিন বছরের ছোট্ট ভাইঝিকে ধর্ষণ করেছিলেন কাকা। শুধু তা-ই নয়, শিশুটিকে যৌন নির্যাতনের ভিডিয়ো করে তা সমাজমাধ্যমে ছড়িয়েও দিয়েছিলেন তিনি। মাস তিনেক আগের সেই ঘটনার কথা জানতে পেরেই পুলিশে অভিযোগ দায়ের করেন মা-বাবা। তার ভিত্তিতে বাঁকুড়ায় গ্রেফতার হল বছর উনিশের সেই কাকা।
পরিবার সূত্রে খবর, শিশুটিকে যৌন নির্যাতনের ভিডিয়ো সম্প্রতিই পরিবারের সদস্যদের নজরে আসে। শিশুটির বাবা জানান, তাঁর এক বন্ধুই তাঁকে ভিডিয়োটি দেখিয়েছেন। তার পরেই ইন্দাস থানার দ্বারস্থ হয় শিশুটির পরিবার। বাবা বলেন, ‘‘অভিযুক্ত সম্পর্কে আমার মামাতো ভাই। ও এ রকম করবে ভাবতে পারিনি। ওর কঠোরতম শাস্তি চাই।’’
অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, ‘‘শিশুটির পরিবারের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’ সোমবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ।