ছবি: এআই সহায়তায় প্রণীত।
ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে আতঙ্কের বলি এ বার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রৌঢ়। পরিবারের দাবি, পরিচয়পত্র না থাকায় ভয় পাচ্ছিলেন তিনি। সেই কারণেই আত্মহত্যা।
মৃতের নাম সফিকুল গাজি। তিনি আদতে উত্তর ২৪ পরগনার ঘুসিঘাটা এলাকার বাসিন্দা। কিছু দিন ধরে ভাঙড়ের জয়পুরে শ্বশুরবাড়িতে থাকছিলেন তিনি। কয়েক মাস আগে একটি দুর্ঘটনায় জখমও হয়েছিলেন। তার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের দাবি, এই পরিস্থিতিতে রাজ্যে এসআইআর শুরু হওয়ায় চিন্তিত ছিলেন সফিকুল।
মৃতের স্ত্রী বলেন, ‘‘এসআইআর নিয়ে আতঙ্কে ছিল। খালি বলত, ‘আমার তো পরিচয়পত্র নেই। আমাকে তাড়িয়ে দেবে।’ অসুস্থও হয়ে পড়েছিল। সকালে আমি চা দিয়ে ছাগল বাঁধতে গিয়েছিল। সেই সময় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’’
সফিকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাঁর বাড়িতে যান তৃণমূলের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তৃণমূলের সর্রভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি মৃতের বাড়িতে গিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক। তিনি বলেন, ‘‘মঙ্গলবার পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে। আজ আমাদের ভাঙড়ে। বিজেপির চক্রান্তেই এ সব হচ্ছে!’’