Jalpaiguri

চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে খুন

গভীর রাতে আবাসনে ঢুকে কুপিয়ে খুন করা হল একটি চা বাগানের ম্যানেজারকে। এমনই অভিযোগ উঠেছে জলপাইগুড়িতে। সোমবার সকালে বেলাকোবার ভাণ্ডারবাড়ি ছোট চা বাগানে ম্যানেজারের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১৭:০০
Share:

প্রতীকী ছবি।

গভীর রাতে আবাসনে ঢুকে কুপিয়ে খুন করা হল একটি চা বাগানের ম্যানেজারকে। এমনই অভিযোগ উঠেছে জলপাইগুড়িতে। সোমবার সকালে বেলাকোবার ভাণ্ডারবাড়ি ছোট চা বাগানে ম্যানেজারের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে নিহতের নাম গণেশ ঠাকুর (৫০)। খুনের অভিযোগে বাগানের চৌকিদার কলেশ্বর রায়কে আটক করেছে পুলিশ। নিহতের শরীরে ১৬টি আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪৫ একরের বাগানটিতে মোট শ্রমিকের সংখ্যা ৫০। ম্যানেজার গনেশবাবু বাগানেই থাকতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, রবিবার রাত দেড়টা নাগাদ কয়েক জন যুবক ম্যানেজারের আবাসনে গিয়েছিলেন। বাগানের চৌকিদারের দাবি, তিনি যুবকদের দেখেছিলেন। ওই যুবকরাই ম্যানেজারকে কুপিয়ে খুন করেছে বলে পুলিশের কাছে দাবি করেছেন চৌকিদার। চোখের সামনে খুনের ঘটনা দেখে ভয়ে পালিয়ে গিয়েছিলেন বলে জেরায় জানিয়েছেন তিনি।

তবে পুলিশের একটি সূত্রের দাবি চৌকিদারের বয়ানে বিস্তর অসঙ্গতি রয়েছে।

Advertisement

খুনের পরে চৌকিদার কোথায় লুকিয়ে ছিলেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। নিহত ম্যানেজারের বাড়ি বিহারে। দু’বছর ধরে তিনি বাগানে রয়েছেন। অন্য সূত্রের ভিত্তিতে পুলিশের দাবি খুনের পেছনে আর্থিক কারণও থাকতে পারে।

আরও পড়ুন: উজ্জ্বল প্রয়াত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement